আপনার পাসপোর্ট হারিয়ে গেছে? ভাবছেন কী করবেন? কোথায় যোগাযোগ করবেন? চিন্তার কিছু নেই! এই আর্টিকেলে আমরা জানাব পাসপোর্ট হারিয়ে গেলে কীভাবে জিডি করবেন এবং পরবর্তী পদক্ষেপ কী হবে। তাহলে আসুন বিস্তারিত জানি।
আজকের নিবন্ধে আমরা পাসপোর্ট হারানোর পর করণীয়, পাসপোর্ট হারানোর পর জিডি করার নিয়ম এবং প্রয়োজনীয় ফরমেট সংযুক্ত করব। যার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া passport পুনরায় ফিরে পাওয়া সম্ভব হবে স্বল্প সময়ের মাঝে।
পাসপোর্ট হারিয়ে গেছে কি করব?
ব্যবসার জন্য বা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বিদেশ ভ্রমণের সময় পাসপোর্ট হারানো নিঃসন্দেহে বিরাট ঝামেলার সৃষ্টি করতে পারে। দুর্ঘটনা বসত পাসপোর্ট হাতে পাওয়ার পর নিজ দেশে থাকাকালীন সময়ে আমাদের এই গুরুত্বপূর্ণ নথিপত্রটি হারিয়ে যেতে পারে। আবার এমন অনেক সময় বিদেশে যাওয়ার পর পাসপোর্ট হারানোর মতো দুর্ঘটনা ঘটতে পারে।
কিন্তু কথা হচ্ছে, আপনি বিদেশে আপনার পাসপোর্ট হারিয়ে ফেললে কি করবেন? আর যদি ইতোমধ্যে নিজ দেশে থাকাকালীন সময়েও পাসপোর্ট হারিয়ে যায় তাহলে এখন আপনার করণীয় কি!
সাধারণত এই বিষয় নিয়ে অনেকেই আকাশ পাতাল চিন্তা করেন, কেউ কেউ মনে করেন পুনরায় শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রসেস মেনে নতুন ভাবে পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে! আবার কেউ মনে করেন হারিয়ে যাওয়া পাসপোর্ট ফিরে পাওয়া যাবে।
সত্যি বলতে পাসপোর্ট হারিয়ে গেলে ফিরে পাওয়ার জন্য বা কোনরকম ঝামেলায় পড়ার আগে অনেক বেশি দুশ্চিন্তা না করে আপনাকে নিতে হবে সঠিক পদক্ষেপ। এখানে পাসপোর্ট পুনরুদ্ধারের জন্য তিনটি উপায় সাজেস্ট করছি। যথা –
- খোঁজাখুঁজি ও স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া
- থানাতে গিয়ে জিডি করা অর্থাৎ সাধারণ ডায়েরি লেখার মাধ্যমে পুলিশের কাছে রিপোর্ট করা
- নতুন পাসপোর্ট এর জন্য পুনরায় আবেদন করা।
ইতিমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কি এ-নিয়ে একটি আর্টিকেল পোস্ট করেছি। বলতে পারেন পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে আপনাকে যা যা করতে হবে একইভাবে পাসপোর্ট হারিয়ে গেলেও ওই একই কাজগুলো করার সিদ্ধান্ত নিতে হবে। উক্ত বিষয় সম্পর্কে জানতে সাজেস্টকৃত লিঙ্কে ভিজিট করতে পারেন অথবা নিচের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করতে পারেন।
দেশে থাকাকালীন সময়ে পাসপোর্ট হারিয়ে গেলে কি করবেন?
হঠাৎ পাসপোর্ট হারিয়ে গেলে মাথা ঠান্ডা রেখে সবার প্রথমে খোঁজাখুজি করবেন। সর্বশেষ কোথায় পাসপোর্ট রেখেছিলেন তা স্মরণ করবেন, অফিস বাড়ি গাড়ি অথবা হোটেলে ভালোভাবে অনুসন্ধান করবেন কিংবা কোন পরিচিত ব্যক্তি বা সহকর্মীর কাছে ভুলে রেখে এসেছেন কিনা তা নিশ্চিত হবেন।
আর যদি অনেক খোঁজাখুঁজি করার পরেও হারিয়ে যাওয়া পাসপোর্ট খুঁজে না পান সেক্ষেত্রে—
- নিকটস্থ থানায় জিডি করবেন, যা আমরা আজকের পোস্টে উল্লেখ করব যে পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে জিডি করতে হয়, মানে আলোচনায় সংযুক্ত করব জিডি ফরমেট।
- পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট এর জন্য পুনরায় আবেদনের কাজটি সম্পাদন করবেন। কেননা পাসপোর্ট হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার জন্য নতুনভাবে পাসপোর্ট এর জন্য আবেদন করতে হয় অতঃপর কিছু সময়ের মধ্যে তা সংগ্রহ করা সম্ভব হয়।
আপনি বিদেশে আপনার পাসপোর্ট হারিয়ে ফেললে কি করবেন?
নিজ দেশ থেকে বাইরের দেশের ভ্রমণের সময় পাসপোর্ট হারিয়ে ফেললে ধারাবাহিকভাবে আপনাকে পাঁচটি কাজ সম্পন্ন করতে হবে। সেগুলো হলো–
- আপনার নিকটতম পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা অর্থাৎ থানাতে জিডি করা।
- দ্বিতীয় কাজ হবে আপনার দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করা এবং আপনার সমস্যার কথা তাদেরকে জানানো।
- তৃতীয় কাজ হলো ভিসা বা পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য আবেদন করা, এই আবেদন আপনি অনলাইন অথবা অফলাইন দুই মাধ্যমে করতে পারবেন।
- অতঃপর আপনার ফ্লাইট রিসিডিউল করা। কেননা পাসপোর্ট হারালে আপনার দেশে ফিরে আসা সম্ভব নয় এর জন্য একটি নতুন পাসপোর্ট বা ইমারজেন্সি সার্টিফিকেট পেতে আপনার কিছু সময় অপেক্ষা করতে হবে । তাই আপনার পরিস্থিতি সম্পর্কে এয়ার লাইন কে জানিয়ে রাখা এবং সেই অনুযায়ী ফ্লাইট পুনরায় সিডিউল করা উত্তম কাজ।
- পাঁচ নম্বর কাজ হবে সঠিকভাবে কোন প্রকার ভুল না করে নতুন পাসপোর্ট বা ইমারজেন্সি সার্টিফিকেটের জন্য আবেদন করা।
আর আপনি যেহেতু এর আগে পাসপোর্ট কিভাবে পেতে হয়, পাসপোর্ট সংগ্রহের নিয়ম জেনে পাসপোর্ট সংগ্রহ করেছেন তাই নতুন পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য কারো কোনরকম সাহায্যের প্রয়োজন পড়বে না।
কেননা আপনি সরাসরি পাসপোর্ট সেবা কেন্দ্রের অফিসিয়াল পোর্টালে গিয়ে এই কাজটি করতে পারবেন। তবুও আপনাদের সুবিধার্থে আমরা অনলাইনে নতুন পাসপোর্ট পুনরায় ইস্যু করার নিয়ম এবং অফলাইনে নতুন পাসপোর্ট পুনরায় হাতে পাওয়ার জন্য কি কি করতে হবে তা আলোচনা করছি।
অনলাইনে নতুন পাসপোর্ট পুনরায় ইস্যু করার নিয়ম
অনলাইনে নতুন পাসপোর্ট পুনরায় রিইস্যুর জন্য–
প্রথমত: পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইট epassport.gov.bd ভিজিট করুন।
দ্বিতীয়ত: আপনার পাসপোর্ট অফিস, নাম জন্ম তারিখ ইত্যাদি প্রাসঙ্গিক বিবরণ গুলো লিখে অনলাইন পোর্টালে নিজের একটি রেজিস্ট্রেশন কার্যপ্রক্রিয়া সম্পাদন করুন অতঃপর লগইন করুন।
তৃতীয়ত: “Apply Online for e-Passport/ Re-Issue” অপশনে ক্লিক করে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্বাচন করুন।
চতুর্থত: ব্যক্তিগত ঠিকানা ও পরিচয় সংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করে, পূর্ববর্তী মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট থাকলে সিলেক্ট করুন “Yes, I have a Machine Readable Passport অপশনটি।
পঞ্চমত: পাসপোর্ট নবায়নের কারণ নির্বাচন করুন, যেহেতু আপনার পাসপোর্ট হারিয়ে গিয়েছে তাই এ পর্যায়ে হারানো বা চুরি হয়েছে (Lost/Stolen) এর মধ্যে যেকোনো একটি নির্বাচন করতে হবে। অতঃপর পূর্ববর্তী পাসপোর্ট এর তথ্য সঠিকভাবে প্রদান করে ক্লিক করুন সাবমিট অপশনে।
ষষ্ঠমত: পুনরায় ফি প্রদান করুন। ব্যাস এতোটুকুই। এই ছয়টি ধাপ সঠিকভাবে সম্পন্ন করলে আপনার অনলাইনের মাধ্যমে পাসপোর্ট রি- ইস্যু বা পুনরায় পাওয়ার জন্য আবেদনের কার্যপ্রক্রিয়াটির সমাপ্তি ঘটবে।
তবে হ্যাঁ, এ পর্যায়ে আমরা প্রাক্টিক্যালি দেখানোর জন্য কোন ছবি ব্যবহার করছি না। ইতিমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে ই পাসপোর্ট অনলাইন আবেদন ফরম এবং পাসপোর্ট আবেদনের নিয়ম নিয়ে ভিন্ন আর্টিকেল পোস্ট করেছি, যেখানে ছবিসহ প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আপনি এপ্লাই করতে পারবেন। তাই ক্লিক করুন সাজেস্টকৃত লিংকে অথবা ইউটিউব ভিডিও দেখুন।
অফলাইনে নতুন পাসপোর্ট পুনরায় ইস্যু করার নিয়ম
নতুন পাসপোর্ট পুনরায় ফিরে পাওয়ার জন্য অফলাইনে আবেদন করতে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে উপলব্ধ ডাউনলোড ফর্ম ট্যাব থেকে পাসপোর্ট আবেদনের ফরমটি ডাউনলোড করতে হবে। অতঃপর সেটা প্রিন্ট করে বের করে নিয়ে নির্ধারিত কিছু ইনফরমেশন সঠিকভাবে পূরণ করে ফর্মটি জমা করতে হবে পাসপোর্ট অফিসে।
তবে আপনি চাইলে নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেও পাসপোর্ট আবেদন পত্র ফরম সংগ্রহ করতে পারবেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র যেমন– জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন এর সনদ, পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি, নতুন পাসপোর্ট এর আবেদন ফরম এর কাগজ এবং পাসপোর্ট ফি পরিশোধের রশিদ এবং তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করবেন।
এরপর নির্দিষ্ট সময়ের পরবর্তীতে আপনি আপনার নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। তবে আজকাল মানুষ বেশিরভাগ সময় নতুন পাসপোর্ট তৈরি করতে অথবা পাসপোর্ট হারিয়ে গেলে পুনরায় রি ইস্যু করতে অনলাইন মাধ্যমকে বেছে নেন।
যাইহোক, এ সময় গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসেবে সংযুক্ত করার প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে পাসপোর্ট হারিয়ে যাওয়ার প্রমাণপত্র। এর জন্য পাসপোর্ট হারানোর পর আপনি থানাতে জিডি করলে বা থানাতে রিপোর্ট করলে যে কাগজ টি পেয়ে থাকবেন তা সংযুক্ত করতে হয়। আসুন কিভাবে জিডি করতে হয় এ ব্যাপারে জানি।
পাসপোর্ট হারিয়ে গেছে কি করব (Passport Lost) জিডি ফরম্যাট | পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে জিডি করতে হয়?
পাসপোর্ট হারালে থানাতে জিডি করার জন্য প্রয়োজনীয় কিছু ইনফরমেশন প্রদান করে একটি আবেদনপত্র দাখিল করতে হয়। এ পর্যায়ে আমরা জিডি ফরমেট অর্থাৎ থানায় জমা দেওয়ার সাধারণ ডায়েরি লেখার নমুনাটি সংযুক্ত করছি। যেটা অনুসরণ করে আপনি পাসপোর্ট হারিয়ে গেলে থানাতে জিডি করতে পারবেন।
তারিখ: ১৫-০৩-২০২৫
নাটোর থানা
সিংড়া নাটোর
বিষয়: পাসপোর্ট হারিয়ে যাওয়া সংক্রান্ত সাধারণ ডায়েরি।
জনাব
আমি [আপনার নাম], পিতা/স্বামী: [পিতার/স্বামীর নাম], বর্তমান ঠিকানা: [আপনার বর্তমান ঠিকানা], স্থায়ী ঠিকানা: [আপনার স্থায়ী ঠিকানা], এই মর্মে জানাচ্ছি যে, আমার পাসপোর্ট (নম্বর: [পাসপোর্ট নম্বর]) গত [হারানোর তারিখ] তারিখে [হারানোর স্থান উল্লেখ করুন]-এ হারিয়ে গেছে।
আমি সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। উক্ত পাসপোর্টটি যদি কোনো অসাধু ব্যক্তি অন্যায় কাজে ব্যবহার করে, তবে আমি কোনোভাবে দায়ী থাকব না।
অতএব, মহোদয়ের কাছে অনুরোধ, উক্ত বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন।
বিনীত,
[আপনার নাম]
[আপনার ফোন নম্বর]
[আপনার স্বাক্ষর]
ব্যাস, শুধুমাত্র এই সাধারণ নিয়মে একটি দরখাস্ত পত্র লিখে থানাতে জমা করলেই যথেষ্ট। তবে হ্যাঁ, কেউ কেউ প্রশ্ন করেন পাসপোর্ট হারিয়ে গেলে যখন জিডি করতে যাব তখন সঙ্গে কি কি কাগজপত্র রাখতে হবে। মানে পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করতে কি কি লাগে?
পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করতে যা যা ডকুমেন্ট লাগে
- লিখিত আবেদন পত্র
- জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ
- যদি পূর্বের পাসপোর্ট কপি থেকে থাকে তাহলে পাসপোর্ট কপি
- হারানোর বিবরণ
- পাসপোর্ট এর নম্বর
- উক্ত ব্যক্তির সাম্প্রতিক ছবি
- ঠিকানা ও মোবাইল নম্বর
তাই পাসপোর্ট হারিয়ে ফেললে সবার প্রথমে নিকটস্থ থানাতে যোগাযোগ করুন এবং অফিসারকে পাসপোর্ট হারানোর বিষয়ে জানান ও লিখিত আবেদন করুন।
কেননা পরবর্তীতে অফিসার তথ্য যাচাই করে জিটি নাম্বার সহ একটি রিসিভ প্রদান করবেন, যেটা সংরক্ষণ করে পরবর্তীতে নতুন পাসপোর্ট আবেদন করার সময় কাজে লাগাতে পারবেন।
তো পাঠক বন্ধুরা, পাসপোর্ট হারিয়ে গেছে কি করব (Passport Lost) জিডি ফরম্যাট নিয়ে আমরা অনেক কিছুই আলোচনা করেছি। এখন আসুন সবশেষে সাধারণ কিছু প্রশ্ন ও সেগুলোর উত্তর জানার মাধ্যমে আজকের আলোচনার সমাপ্তি টানা যাক।
বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
১. পাসপোর্ট হারিয়ে গেলে কি নতুন পাসপোর্ট পেতে পারবো?
✓ হ্যাঁ নতুন পাসপোর্ট পাবেন। তবে আপনাকে থানায় জিডি করতে হবে এবং সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা দূতাবাসে নতুন পাসপোর্ট এর জন্য পুনরায় আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া সম্পর্কে যা আমরা ইতোমধ্যে উল্লেখ করেছি।
২. নতুন পাসপোর্ট পেতে কত টাকা খরচ হবে?
✓ পাসপোর্ট তৈরি করার সময় আপনাকে যে পরিমাণ টাকা খরচ করতে হয়েছিল যদি পাসপোর্ট হারিয়ে ফেলেন পরবর্তীতে নতুন পাসপোর্ট করতে ওই একই পরিমাণ টাকা খরচ পড়বে। এজন্য ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে এই পোস্টটি এক নজরে দেখে আসতে পারেন।
৩. পাসপোর্ট হারানো কি বড় সমস্যা?
✓ জ্বি,অবশ্যই পাসপোর্ট হারিয়ে ফেলা এটি একটি বড় সমস্যা। কেননা আপনি যদি বাহিরের দেশে থাকাকালীন সময় পাসপোর্টের মত গুরুত্বপূর্ণ এই নথিপত্র হারিয়ে ফেলেন তাহলে মেজ দেশে ফিরতে পারবেন না, এমনকি এদেশে থাকাকালীন সময়ে যদি পাসপোর্ট হারায় তাহলে বাইরের দেশে যেতে পারবেন না। অতএব পাসপোর্ট হারানো অবশ্যই একটি বড় সমস্যা।
৪. হারানো পাসপোর্ট খুঁজে পেলে আমি কি করতে পারি?
✓ যদি কখনো আপনি হারিয়ে যাওয়া পাসপোর্ট খুঁজে পান সেক্ষেত্রে আপনার উত্তম কাজ হবে নিকটস্থ পুলিশ স্টেশন বা পাসপোর্ট অফিসে সেটা জমা করা। কেননা বিভিন্ন কারণে পাসপোর্ট হারিয়ে যেতে পারে আপনি যদি থানাতে অথবা পাসপোর্ট অফিসে তা জমা করেন তাহলে উক্ত ব্যক্তি সেটা খুঁজে পাবে।
৫. পাসপোর্ট কপি কিভাবে অনলাইনে পেতে পারি?
✓ আপনি যদি পাসপোর্ট এর কপি পেতে চান তাহলে আপনাকে পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখান থেকেই আপনি সংগ্রহ করতে পারবেন পাসপোর্ট এর অনলাইন কপি।
৬. জিডি করতে কত টাকা লাগে?
✓ পাসপোর্ট হারিয়ে গেলে যেহেতু আপনি থানাতে জিডি করবেন তাই কেউ কেউ জানতে চান জিডি করতে কত টাকা লাগে, সাধারণত জিডি করার জন্য কোন ধরনের টাকা জমা দেওয়ার প্রয়োজন পড়ে না। কেননা এ ব্যাপারে আপনাকে সহযোগিতা করা পুলিশের দায়িত্ব।
আমাদের শেষ কথা: তো পাঠক বন্ধুরা, এই ছিল পাসপোর্ট হারিয়ে গেছে কি করব জিডি ফরমেট নিয়ে আমাদের আজকের আলোচনা। যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানান। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে এবং সমস্যার সমাধান পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। সবাইকে আল্লাহ্ হাফেজ।