বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চাকরি বা অন্যান্য প্রয়োজনে পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট তৈরির জন্য সময়মতো অফিসে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে, সরকারি ছুটির কারণে অনেক সময় পাসপোর্ট অফিস বন্ধ থাকতে পারে, যা আপনার জরুরি কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।
তাই ২০২৫ সালের পাসপোর্ট অফিসের ছুটির তালিকা আগে থেকেই জেনে রাখা দরকার। এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব ২০২৫ সালে বাংলাদেশ পাসপোর্ট অফিস কবে কবে বন্ধ থাকবে, যাতে আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেন। তাহলে আসুন পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৫ সম্পর্কে জানি।
পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৫
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী এক আদেশের মাধ্যমে পাসপোর্ট অফিস সহ সকল প্রকার সরকারি অফিসের ছুটির তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে। তো বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারের প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো উক্ত দিনগুলোতে ছুটির দিন হিসেবে কাটাতে পারবে, যা সরকারি ছুটির তালিকা ২০২৫ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এটাকেই আপনি পাসপোর্ট অফিস ছুটির তালিকা হিসেবে অনুসরণ করতে পারেন।
২০২৫ সালের ছুটির তালিকা পাসপোর্ট অফিস
সাধারণ ছুটি
ক্রমিক | দিবস | তারিখ | বার |
১ | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারি ২০২৫ | শুক্রবার |
২ | স্বাধীনতা ও জাতীয় দিবস | ২৬ মার্চ ২০২৫ | বুধবার |
৩ | জুমাতুল বিদা | ২৮ মার্চ ২০২৫ | শুক্রবার |
৪ | ঈদুল ফিতর | ৩১ মার্চ ২০২৫ | সোমবার |
৫ | মে দিবস | ১ মে ২০২৫ | বৃহস্পতিবার |
৬ | বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) | ১১ মে ২০২৫ | রবিবার |
৭ | ঈদুল আজহা | ৭ জুন ২০২৫ | শনিবার |
৮ | জন্মাষ্টমী | ১৬ আগস্ট ২০২৫ | শনিবার |
৯ | ঈদে মিলাদুন্নবী (সা.) | ৫ সেপ্টেম্বর ২০২৫ | শুক্রবার |
১০ | দুর্গাপূজা (বিজয়া দশমী) | ২ অক্টোবর ২০২৫ | বৃহস্পতিবার |
১১ | বিজয় দিবস | ১৬ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার |
১২ | যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) | ২৫ ডিসেম্বর ২০২৫ | বৃহস্পতিবার |
নির্বাহী আদেশে ছুটি
ক্রমিক | দিবস | তারিখ | বার |
১ | শবে বরাত | ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | শনিবার |
২ | শবে কদর | ২৮ মার্চ ২০২৫ | শুক্রবার |
৩ | ঈদুল ফিতরের আগে দুই দিন | ২৯ ও ৩০ মার্চ ২০২৫ | শনিবার ও রবিবার |
৪ | ঈদুল ফিতরের পরে দুই দিন | ১ ও ২ এপ্রিল ২০২৫ | মঙ্গলবার ও বুধবার |
৫ | বাংলা নববর্ষ | ১৪ এপ্রিল ২০২৫ | সোমবার |
৬ | ঈদুল আজহার আগে দুই দিন | ৫ ও ৬ জুন ২০২৫ | বৃহস্পতিবার ও শুক্রবার |
৭ | ঈদুল আজহার পরে তিন দিন | ৮ থেকে ১০ জুন ২০২৫ | রবিবার থেকে মঙ্গলবার |
৮ | আশুরা | ৬ জুলাই ২০২৫ | রবিবার |
৯ | দুর্গাপূজার মহানবমী | ১ অক্টোবর ২০২৫ | বুধবার |
অতএব উপরের উল্লেখিত দিনগুলোতে সরকারি যেকোনো প্রতিষ্ঠান অথবা পাসপোর্ট অফিস বন্ধ থাকবে। তবে হ্যাঁ জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটি নির্ধারণ করে থাকে। তাই উল্লেখিত দিনগুলোতে পাসপোর্ট অফিস খোলা থাকবে কিনা এ ব্যাপারে জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আরেকটি বিষয়, তা হলো – পাসপোর্ট অফিস আরো বিশেষ কয়েকটি দিনে বন্ধ থাকতে পারে। যেগুলো ঐচ্ছিক ছুটির অন্তর্ভুক্ত। তাই ইসলাম ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি, হিন্দু ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐচ্ছিক ছুটি দেওয়া হয়ে থাকে।
তাই পাসপোর্ট সেবা পেতে সরকার নির্ধারিত ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে পাসপোর্ট অফিসে আসতে পারেন আপনার কাজ সম্পাদনের জন্য।
পাসপোর্ট অফিসের ছুটির সময় সেবা গ্রহণের পরামর্শ
পাসপোর্ট অফিস সাধারণত সরকারি ছুটির দিন এবং বিশেষ ছুটির সময় বন্ধ থাকে, যে আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি। তবে, আপনি ছুটির সময় পাসপোর্ট সংক্রান্ত কাজ সহজে সম্পন্ন করতে নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন—
১. ছুটির সময়সূচি আগে থেকেই জানুন
- সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পাসপোর্ট অফিস বন্ধ থাকতে পারে।
- বিশেষ ছুটি বা ঈদ, পূজা, জাতীয় দিবসের মতো উপলক্ষে ছুটি থাকলে আগেভাগেই অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইনে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।
২. অনলাইনে ফর্ম পূরণ ও আবেদন করুন
- পাসপোর্ট অফিসে ভিড় এড়াতে অনলাইনে www.passport.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করুন।
- ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন যাতে অফিস খোলার পর দ্রুত প্রসেস করা যায় এবং আপনি আপনার কাজটি প্রতি সহজে করতে পারেন।
৩. ছুটির আগের ও পরের দিন পরিকল্পনা করুন
- ছুটির আগের দিনগুলোতে অফিস ব্যস্ত থাকে, তাই সম্ভব হলে ছুটির পরপরই অফিসে যাওয়ার পরিকল্পনা করুন।
- খুব প্রয়োজন হলে সকাল সকাল গিয়ে টোকেন সংগ্রহ করুন। এতে করে ঝামেলা কম পোহাতে হবে এবং আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার সেবা গ্রহণ করতে পারবেন।
৪. জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন
- যদি আপনার খুব জরুরি ভিত্তিতে পাসপোর্ট দরকার হয়, তবে অফিসের হটলাইন ১৬২৩৪ বা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অফিসিয়াল যোগাযোগ নম্বরে ফোন করে পরামর্শ নিন। কেননা তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করলে আপনি আপনার কাজটি দ্রুত করিয়ে নিতে পারবেন।
তো পাঠক বন্ধুরা, পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৫ নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাসপোর্ট সংক্রান্ত যেকোন তথ্য বা সমস্যার সমাধান পেতে চোখ রাখবেন আমাদের ওয়েবসাইটে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।