পাসপোর্ট গ্রহণের জন্য ডেলিভারি স্লিপ খুবই গুরুত্বপূর্ণ একটি কাগজ। বলা যায় এটি ছাড়া অনেক ক্ষেত্রে পাসপোর্ট সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি ভুলবশত পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি! কিবা করতে পারেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারালে?
কিভাবে নতুন স্লিপ সংগ্রহ করবেন অথবা কিভাবে ডেলিভারি স্লিপ ছাড়াও পাসপোর্ট সংগ্রহ করবেন এ ব্যাপারে জানতে আজকের নিবন্ধটি শেষ পর্যন্ত পড়ুন। কেননা এই নিবন্ধে আমরা পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারিয়ে যাওয়ার সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব।
পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে করণীয় কি | ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে তাৎক্ষণিক করণীয়
পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে করণীয় কাজ হবে, অতি বেশি চিন্তা না করে নিম্ন বর্ণিত পদক্ষেপ গুলো গ্রহণ করা। যথা–
- পাসপোর্ট অফিসে যোগাযোগ করা
- থানায় জিডি করা
- অনলাইনে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করা এবং
- বিকল্প পরিচয় পত্র নিয়ে পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করা
এই কাজগুলো আপনি কিভাবে সঠিকভাবে সম্পাদন করবেন তা নিচের অংশে খুব সাধারন ভাবে বর্ণনা করছি। আশা করছি আপনি যদি ভুলবশত আপনার পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেন তাহলে সাধারণ কিছু প্রক্রিয়ায় আপনার পাসপোর্ট কোনরকম ঝামেলা ছাড়া সংগ্রহ করতে পারবেন।
তবে হ্যাঁ, আমি যদি আরও জানতে চান পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় বিষয়ে তাহলে আমাদের ওয়েবসাইট থেকে অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন এখনই। সেই সাথে, পাসপোর্টে পেশা কি দিব, পেন্ডিং ব্যাকেন্ড ভেরিফিকেশন মানে কি এটির জন্য কতদিন সময় লাগে এবং লাল নীল সবুজ পাসপোর্ট সম্পর্কে জানতে এখনই পড়তে পারেন সাজেস্টকৃত পোস্টগুলো।
পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারালে ফিরিয়ে আনার উপায় (সম্পূর্ণ গাইড লাইন)
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে সবার প্রথমে আপনার পাসপোর্ট অফিসে আবেদন করার জরুরী। কিন্তু এর জন্য সবার প্রথমে আপনাকে থানাতে জিডি করতে হবে। কেননা পাসপোর্ট অফিসে আবেদন করার নিয়ম কিছুটা ভিন্ন। এর জন্য আপনার কাছে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে থাকতে হবে জিডির ফটোকপি, জাতীয় পরিচয় পত্র বা আপনার জন্ম নিবন্ধন পাশাপাশি আবেদন ফরম ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র।
তাই ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে তাৎক্ষণিক করণীয় কাজ হবে সেটা খুঁজে দেখা, যদি খুঁজে না পাওয়া সম্ভব হয় তাহলে থানাতে সাধারণ জিডি করে রাখা এবং পরবর্তীতে পাসপোর্ট অফিসে আবেদন করা। কিন্তু হ্যাঁ, আপনি যদি অনলাইনে তথ্য অনুসন্ধান ও সমাধানের উপায় খুঁজেন তাহলে অন্য কোন মাধ্যম পেতে পারেন।
এজন্য বাংলাদেশের এ পাসপোর্ট ওয়েবসাইটে (www.epassport.gov.bd) লগইন করে পাসপোর্টের স্ট্যাটাস চেক করুন। আর হ্যাঁ, আমি আমার ডেলিভারি স্লিপ হারিয়েছি। এখন আমি কিভাবে আমার পাসপোর্ট সংগ্রহ করবো? এ প্রশ্নের উত্তরটি যারা করে থাকেন তারা সমাধানের জন্য পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারানোর জিডি আবেদন লেখার নিয়ম সম্পর্কে দেখে নিতে পারেন।
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারালে জিডি করার প্রক্রিয়া | পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারানোর জিডি আবেদন লেখার নিয়ম
আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, পাসপোর্ট ডেলিভারি স্লিপ হচ্ছে পাসপোর্ট বই সংগ্রহ করার জন্য একটি অফিশিয়াল ডকুমেন্ট। যার দ্বারা এটা প্রমাণিত হয় যে আপনি উক্ত পাসপোর্ট পাওয়ার জন্য বা উক্ত পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য আবেদন করেছেন। আর ওই ডেলিভারি স্লিপে সাধারণত আবেদনের সকল তথ্য ইংরেজিতে প্রিন্ট করা থাকে।
অতঃপর সবকিছু ঠিকঠাক থাকলে আবেদন গ্রহণ ও বায়োমেট্রিক তথ্য নেওয়ার পর গ্রাহককে পাসপোর্ট ডেলিভারি স্লিপ হাতে প্রদান করা হয়। যেটা পরবর্তীকালে দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারে উক্ত গ্রাহক। কিন্তু ঘটনা ক্রমে যদি সেই স্লিপ হারিয়ে যায় তাহলে থানাতে জিডি করার পর যদি পাসপোর্ট অফিসে এ নিয়ে আবেদন করা হয় তাহলে পুনরায় ডেলিভারি স্লিপ প্রদান করা হয়ে থাকে সাধারণত।
এজন্য দেরি না করে নিকটস্থ থানায় চলে আসুন অতঃপর পাসওয়ার্ড ডেলিভারি স্লিপ হারানোর gd আবেদন লেখার নিয়ম মেনে আবেদন করুন। এজন্য সাধারণত আপনার যে সকল ইনফরমেশন প্রদানের প্রয়োজন পড়বে সেগুলো হলো—
- আপনার নাম এবং ঠিকানা
- পাসপোর্টে আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর বা ফোন নম্বর
- জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা জন্মনিবন্ধন সনদপত্রের নম্বর, যা পাসপোর্ট আবেদন করার প্রদান করেছিলেন।
- পাসপোর্ট আবেদনের ওআইডি নম্বর। অথবা অ্যাপ্লিকেশন আইডি নম্বর কিংবা পাসওয়ার্ড ডেলিভারি স্লিপ নম্বর যেটা আলাদা আলাদা কাগজে আপনি পাবেন এই পাসপোর্ট তৈরির পুরো প্রসেসে।
যাই হোক, এজন্য অবশ্যই কাগজগুলো সাবধানে রাখবেন অথবা প্রয়োজনীয় ইনফরমেশন গুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। যাতে করে দুর্ঘটনাবশত কোনটা হারিয়ে গেলে পরবর্তীতে আপনি ওই ইনফরমেশন গুলো প্রদান করে আবারো আবেদন করতে পারেন।
পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারানোর জিডি আবেদন লেখার নমুনা
তারিখ: ১৫-৩-২০২৫
বরাবর,
অফিসার ইনচার্জ,
নাটোর থানা
সিংড়া-নাটোর
বিষয়: সাধারণ ডায়েরির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], পিতা/স্বামী: [পিতার বা স্বামীর নাম], বর্তমান ঠিকানা: [আপনার ঠিকানা]। আমি [আপনার পাসপোর্ট নম্বর] নম্বরের পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আমাকে একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হয়েছিল।
দুঃখের বিষয়, উক্ত ডেলিভারি স্লিপটি আমি [হারানোর তারিখ] তারিখে [যে স্থানে হারিয়েছে, সেই স্থান] এলাকায় হারিয়ে ফেলেছি। আমি সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু এটি খুঁজে পাইনি। উক্ত স্লিপ ছাড়া আমার পাসপোর্ট গ্রহণ করা সম্ভব নয়, তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজনীয়তা অনুভব করছি।
অতএব, বিনীত অনুরোধ করছি, উক্ত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার অনুমতি প্রদান করবেন।
সবিনয় নিবেদন
হুমায়রা
হাতীয়ান্দোহ, সিংড়া নাটোর
পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারালে বিকল্প সমাধান কি?
অনেক সময় পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারানোর পরেও পাসপোর্ট প্রদান করা হয় বিকল্প কিছু ডকুমেন্ট এর উপর ভিত্তি করে। এজন্য আপনার কাছে থাকতে হবে জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল। কেননা অনেক ক্ষেত্রে পাসপোর্ট অফিস বিকল্প গ্রহণ করে পাসপোর্ট প্রদান করেন।
তবে যদি এই পদ্ধতিতে পাসওয়ার্ড সংগ্রহ করা না যায় তাহলে পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে আপনি উক্ত পদক্ষেপগুলো গ্রহণ করুন যেগুলো আমরা ইতোমধ্যে উল্লেখ করেছি। মানে–
- স্থানীয় পাসপোর্ট অফিসে সবার প্রথমে যোগাযোগ করুন এবং থানায় জিডি করুন
- জাতীয় পরিচয় পত্র বা অন্য পরিচয় পত্র নিন এবং সাধারণ আবেদনপত্র জমা করুন
- অনলাইন ট্র্যাকিং ব্যবহার করুন পাশাপাশি পুলিশের সহযোগিতা নিন।
তো পাঠক বন্ধুরা, আশা করছি পাসপোর্ট নিয়ে এই সমস্যায় পড়লে আমাদের দেওয়া এই পদ্ধতি গুলো ফলো করলে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন। আসুন জিজ্ঞাসিত আরো কিছু সাধারণ প্রশ্নের উত্তর জেনে আজকের আলোচনার সমাপ্তি টানা যাক।
১. হারানো পাসপোর্ট এর স্লিপ পুনরুদ্ধার করা সম্ভব কিনা?
✓ সাধারণত স্লিপ ইস্যু পুনরায় করা যায় না তবে নির্দিষ্ট প্রক্রিয়ায় পাসপোর্ট সংগ্রহ করা যায়। তাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হারানো পাসপোর্ট এর স্লিপ পুনরুদ্ধার করা সম্ভব নয়।
২. জরুরী ভিত্তিতে পাসপোর্ট সংগ্রহের উপায় কি?
✓ জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করা হচ্ছে একমাত্র বিকল্প উপায় বা সমাধান।
৩. ডেলিভারি স্লিপ ছাড়া পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা ও নিয়ম কি?
✓ সাধারণত ডেলিভারির স্লিপ ছাড়া পাসপোর্ট সংগ্রহ করা সম্ভব হয় না। এজন্য বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হয়। কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন মানে থানাতে জিডি করেন, পাসপোর্ট অফিসে আবেদন করেন এবং আপনার সমস্যা তাদেরকে ভালোভাবে বোঝাতে পারেন তাহলে অন্য আরো কিছু বিকল্প সমাধানের মাধ্যমে আপনাকে ডেলিভারি স্লিপ ছাড়া পাসপোর্ট প্রদান করা হবে।
৪. ডেলিভারি স্লিপ হারালে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে কত টাকা লাগে?
✓ থানায় সাধারণ ডায়েরি করার জন্য অর্থাৎ জিডি করার জন্য সাধারণত কোন টাকা লাগে না। তবে সময় বিশেষে অথবা ব্যক্তিভেদে কখনো কখনো টাকা জমা দেওয়ার প্রয়োজন পড়তে পারে।
৫. থানায় জিডি করতে কতদিন সময় লাগে?
✓ থানায় জিডি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। কেননা জিডি হচ্ছে একটি সাধারণ আবেদন প্রসেস। সত্যি বলতে যদি সময়ের কথা বলি তাহলে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে এই কাজটি করার জন্য।
৬. ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে জিডি করতে কি কি লাগে?
✓ যদি পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে যায় সে ক্ষেত্রে থানাতে জিডি করার জন্য আবেদন লেখার সময় বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রদান করার সময় OID নম্বর অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার, এপ্লিকেশন আইডি নাম্বার অথবা পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার লাগে। সাথে উক্ত ব্যক্তির নাম ও ঠিকানা পাসপোর্ট এর আবেদন নম্বর এবং এনআইডির নম্বর অথবা জন্ম নিবন্ধন এর নম্বরের প্রয়োজন পড়তে পারে।
৭. ডেলিভারি স্লিপ হারালে অনলাইনে জিডি করা যায়?
✓ প্রযুক্তি এখন হাতের মুঠোয়, তাই যে কোন হারানো বিষয়ক ঘটনার জন্য আপনি অনলাইনেও জিডি করতে পারবেন। তাই ডেলিভারি স্লিপ হারালে অনলাইনে জিডি করা যায়। তবে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে করতে চাইলে সরাসরি থানাতে উপস্থিত হয়ে সাধারণ ডাইরি লেখার মাধ্যমে জিডি করাটাই সর্বোত্তম।
আমাদের শেষ কথা: তো পাঠক বন্ধুরা, পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে গেছে করনীয় কি? এই নিয়ে আজকের আলোচনার ইতি টানছি এখানেই। মনে রাখবেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। তাই থানায় জিডি করে পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন এবং বিকল্প উপায়ে পাসপোর্ট সংগ্রহ করার চেষ্টা করুন। ব্যাস এতোটুকুই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।