পাসপোর্ট ছবি তোলার নিয়ম-পাসপোর্ট সাইজ ছবি: পাসপোর্টের জন্য ছবি তোলা মনে হতে পারে সহজ একটি কাজ, কিন্তু আসলে এটি বেশ গুরুত্বপূর্ণ এবং কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ভুল ছবি জমা দিলে আবেদন বাতিল হতে পারে বা বিলম্বিত হতে পারে।
তাই, সরকারি নির্দেশিকা মেনে সঠিকভাবে পাসপোর্ট ছবি তোলা অত্যন্ত জরুরি। এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে আদর্শ পাসপোর্ট ছবি তুলতে হয়, কী কী নিয়ম মানতে হবে এবং কোন সাধারণ ভুলগুলো এড়ানো উচিত। আসুন এ-বিষয়ে জানি খুঁটিনাটি।
পাসপোর্ট ছবি তোলার সাধারণ নিয়ম
পাসপোর্ট এর মত একটি গুরুত্বপূর্ণ নথিপত্রে অবশ্যই আপনার যে ছবি দেওয়া হবে সেটা হতে হবে প্রফেশনাল। আর এই প্রফেশনাল ছবি তোলার জন্য সাধারণ কিছু নিয়ম মেইনটেইন করতে হবে। বলতে পারেন পাসপোর্ট এর ছবি তোলার সময় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।
যেমন– ছবির সাইজ বা আকার, ছবির রং এবং ফেস এর অবস্থান। এখানে আমরা বড়দের এবং বাচ্চা শিশুদের পাসপোর্ট ছবি তোলার নিয়ম এবং পাসপোর্ট ছবির সাইজ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করবো।
প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট ছবি তোলার নিয়ম
পাসপোর্ট সাইজ ছবি তোলার সময় বা পাসপোর্ট এর আবেদনের কাজে ব্যবহার্য ছবির ক্ষেত্রে অবশ্যই পূর্ব প্রস্তুতি নেওয়া জরুরি। এর জন্য সবার প্রথমে ছবি তোলার প্রস্তুতি গ্রহণ করুন, অতঃপর মানানসই পোশাক নির্বাচন করুন এবং পরিছন্নতা বজায় রাখুন, পরবর্তী ধাপে ছবি তোলার জন্য সঠিক জায়গা নির্বাচন করুন, লাইটিং সেটআপ ঠিক ঠাক রাখুন এবং সবশেষে প্রফেশনাল ছবি তুলুন।
সাধারণত বড়দের ক্ষেত্রে এবং ছোটদের ক্ষেত্রে পাসপোর্ট ছবি তোলার নিয়মে কোন পার্থক্য রয়েছে কিনা এ ব্যাপারে জানাবো আপনাদেরকে।
পাসপোর্ট ছবির আকার: পাসপোর্ট তৈরি করার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট এর সাথে যখন আপনি ছবি দেবেন তখন ওই ছবিটির সাইজ অর্থাৎ আকার হতে হবে ৩.৫×৪.৫ সেন্টিমিটার বা টু ইনটু টু ইঞ্চি। তবে এটা দেশ ভেদে ভিন্ন হতে পারে। সাধারণত আমাদের বাংলাদেশে পাসপোর্ট ছবি তোলার জন্য এই সাইজ নির্বাচন করা হয়।
পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড ও আলো: পাসপোর্টের ছবিগুলো সাধারনত সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ড এর হতে হয়। তাই আপনি যে ছবিটি তুলবেন তাতে যথাযথ আলো থাকতে হবে তবে সেটা খুব বেশি উজ্জ্বল বা অন্ধকার না নয়। মনে রাখবেন ছায়া হীন ছবি হওয়া গুরুত্বপূর্ণ। মানে মুখ বা ব্যাকগ্রাউন্ড-এ কোন ছায়া পড়া যাবে না আপনার ছবিতে। আর তবেই সেটা পাসপোর্ট এর জন্য ব্যবহৃত প্রফেশনাল ফটো হবে।
ডিজিটাল সম্পাদনা ও প্রিন্টিং: পাসপোর্ট ছবিগুলো কোন প্রকার ডিজিটাল এডিট গ্রহণযোগ্য নয়। তাই আপনি পাসপোর্ট এর কাজের সময় যদি নিজের ছবি দিতে চান তাহলে ছবির কোন অংশ পরিবর্তন করবেন না, মানে ডিজিটাল এডিট করবেন না। তবে উচ্চমানের প্রিন্টিং এর সাহায্যে প্রিন্ট করে নেবেন, কেননা ছবি স্পষ্ট হতে হবে, অস্পষ্টতা থাকা যাবে না ছবিতে।
বাচ্চা শিশুদের পাসপোর্ট ছবি তোলার নিয়ম
বাচ্চা শিশুদের পাসপোর্ট করার সময়ও ছবি প্রদান করতে হয়, কিন্তু অনেকেই প্রশ্ন করেন বাচ্চা শিশুদের পাসপোর্ট ছবি তোলার জন্য বিশেষ নিয়ম রয়েছে কিনা! সত্যি বলতে ছবিতে শিশুর মুখ বন্ধ ও নিরপেক্ষ অভিব্যক্তি থাকতে হবে। মা বাবা হিসেবে আপনি শিশুকে ছবি তোলার সময় সাহায্য করতে পারেন
কিন্তু সেটা পাশে থেকে, ছবিতে শুধুমাত্র ওই শিশুর ছবি থাকবে যার জন্য আপনি পাসপোর্ট করছেন। ছবিতে অন্য কারো হাত বা শরীর দেখা যাওয়া যাবে না। আর অবশ্যই শিশুদের চোখ খোলা থাকতে হবে। অনেকেই এমনটা ভাবতে পারেন ঘুমন্ত অবস্থায় ছবি তুলে পাসপোর্ট এর জন্য কাজে লাগাবেন। কিন্তু এটা সম্ভব নয়।
আর হ্যাঁ বড়দের মতো ছোটদের ছবিতেও কোন প্রকার পরিবর্তন বা ডিজিটাল এডিটিং করা যাবে না। তবে আপনি উচ্চমানের প্রিন্ট দিয়ে স্পষ্ট ছবি প্রিন্ট করে বের করে নিতে পারেন। আর যদি সাইজের কথা বলেন তাহলে বলব শিশুদের পাসপোর্ট ছবির সাইজও মূলত একই অর্থাৎ 2×2 ইঞ্চি বরাবর।
তো পাঠক বন্ধুরা, এ পর্যন্ত আমরা পাসপোর্ট ছবি তোলার নিয়ম-পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বিস্তারিত জেনেছি। তবে আর্টিকেলের পরবর্তী অংশে পাসপোর্ট ছবির জন্য প্রয়োজনীয় পোশাক ও সাজসজ্জা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব।
তবে তার আগে একটি কথা, আপনি যদি পাসপোর্ট সম্পর্কে খুঁটিনাটি জানতে চান বা যে কোন সমস্যার সমাধান পেতে চান এ-বিষয়ে তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন নিয়মিত। চাইলে সরাসরি ক্লিক করে এখনই জেনে নিতে পারেন– পাসপোর্ট করতে কত টাকা লাগে, ই পাসপোর্ট করতে কত টাকা লাগে, ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম বা পাসপোর্ট এর ভুল সংশোধন করার নিয়ম সম্পর্কিত বিষয়ে খুটিনাটি
পাসপোর্ট ছবি তোলার জন্য পারফেক্ট পোশাক ও সাজ-সজ্জা
পাসপোর্ট ছবি তোলার জন্য সাধারণত ফরমাল পোশাক পরাই উত্তম। মানে এ সময় আপনি সাধারণ এবং শালিন পোশাক পরিধান করবেন। চেষ্টা করবেন উজ্জ্বল রঙের পোশাক এড়িয়ে চলার।
আর হ্যাঁ, যেহেতু পাসপোর্টের ছবির ব্যাকগ্রাউন্ড সাধারণত সাদা বা হালকা রঙের হয় তাই এ সময় পোশাকের রং হিসেবে বেছে নিতে পারেন নীল, কালো অথবা গারো ধূসর রংয়ের পোশাক। আর মাথার আবরণ হিসেবে হিজাব কিংবা টুপি শুধুমাত্র ধর্মীয় কারণে অনুমোদিত। তাই এটা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে, কোন প্রকার সমস্যা নেই।
পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ম
এরই মধ্যে আমরা এটা উল্লেখ করেছি পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড রং সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ড থাকা বাধ্যতামূলক। অতএব নিয়মের কথা যদি বলেন তাহলে বলবো ধোয়াটে বা ডিজিটাল ব্যাকগ্রাউন্ড পরিবর্তন গ্রহণযোগ্য নয় পাসপোর্ট ছবির ক্ষেত্রে।
তাই ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা বা হালকা রঙ বেছে নিন এবং আপনি যে দোকানে বা ফটোগ্রাফারের কাছ থেকে ছবিটি তুলছেন তাকে এ বিষয়ে অবগত করার, যে আপনি এই ছবিটি পাসপোর্ট ছবি হিসেবে ব্যবহার করবেন মানে পাসপোর্ট অফিসে অফিসিয়াল কাজের জন্য জমা দেবেন। ব্যাস এতে করে আপনি সঠিক ছবিটি পাবেন বলে আশা করছি।
আর হ্যাঁ বর্তমানে অনলাইনে পাসপোর্ট ছবি তৈরি করা যায়, কেননা এমন বিভিন্ন ফ্রি টুলস বা অ্যাপস রয়েছে। তাই অনলাইনে পাসপোর্ট ছবি তৈরি করার নিয়ম বা পদ্ধতির সম্পর্কে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরছি। তো আর্টিকেলের পরবর্তী অংশটুকু পড়ার মাধ্যমে জানতে পারেন।
অনলাইনে পাসপোর্ট ছবি তৈরি করার উপায় ও সহজ নিয়ম
পাসপোর্ট ছবি আপনি কারো কোন প্রকার সাহায্য না নিয়ে অনলাইনে বিভিন্ন ফ্রি টুল ব্যবহার করে তৈরি করতে পারেন। এপর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ফ্রি টুলস গুলো হলো –
- 🔹 IDPhoto4You
- 🔹 Passport-Photo.online
- 🔹 123PassportPhoto
- 🔹 MakePassportPhoto
এগুলোর মধ্যে থেকে যেকোনো একটির নাম কপি করে যদি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন তাহলে সরাসরি উক্ত ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনি আপনার ফটো পাসপোর্ট ফটো হিসেবে তৈরি করতে পারবেন।
তবুও বোঝার সুবিধার্থে ধাপে ধাপে অনলাইন পাসপোর্ট ছবি তোলার বিষয়ে কয়েকটি পয়েন্ট উল্লেখ করছি।
প্রথম ধাপে– পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফরমাল পোশাক পড়ে পাসপোর্ট এর জন্য উপযুক্ত ছবি তুলুন। (এ সময় সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন, ভালো আলোতে ছবি তুলবেন এবং ছায়া এড়িয়ে চলবেন পাশাপাশি সাদা ব্যাকগ্রাউন্ড এর পরিষ্কার ছবি তোলার চেষ্টা করবেন)
দ্বিতীয় ধাপে: ছবি তোলার কাজ সম্পাদিত হলে অনলাইনে টুলে প্রবেশ করুন, মানে ইতিমধ্যে আমরা যে কয়েকটি নাম সাজেস্ট করেছি আপনি চাইলে যেকোন একটিতে গিয়ে ক্লিক করুন “ফটো আপলোড” অপশনে। যেমন আমি এই মুহূর্তে IDPhoto4You এ ক্লিক করছি।
তৃতীয় ধাপে: আপনার কান্ট্রি নির্বাচন করুন এবং সেট করুন ছবির এক্সজ্যাক্ট সাইজ, অতঃপর ব্যাকগ্রাউন্ড ঠিক করে ছবি ক্রপ করুন এবং পজিশন ঠিকঠাক করুন।
চতুর্থ ধাপে: সরাসরি ছবি ডাউনলোড করুন ডাউনলোড অপশন এ ক্লিক করে অতঃপর প্রিন্ট করে বের করে নিন আপনার পাসপোর্টের আদর্শ ছবি। ব্যাস এতোটুকুই।
তবে হ্যাঁ এই টুলগুলো ছাড়াও আপনি সরাসরি ফোনে পাসপোর্ট সাইজ ফটো মেকার অ্যান্ড্রয়েড অ্যাপ ইন্সটল করে এই কাজটি সেরে ফেলতে পারবেন। এছাড়াও এডোবি ফটোশপ, ক্যানভা বা পিক্সআর্ট ব্যবহার করেও পাসপোর্ট ছবি সঠিকভাবে তৈরি করা যায়। এজন্য আশা করছি আপনি নিজে চেষ্টা করলেই পারবেন আর হেল্প লাগলে কমেন্ট করতে পারেন কিংবা দেখতে পারেন ইউটিউব ভিডিও।
আরো দেখুন: পাসপোর্টে পেশা কি দিতে হয়!
পাসপোর্ট ছবির সাধারন ভুল ও সেগুলো এড়ানোর উপায়
পাসপোর্ট ছবির সাধারণ কিছু ভুল দেখা দেয়। আর যদি সে ভুল থাকে তাহলে ভুল ছবি সংযুক্তির কারণে আপনার পাসপোর্ট আবেদন প্রত্যাখ্যান হতে পারে, অতিরিক্ত সময়েক্ষেপন হতে পারে কিংবা ইমিগ্রেশন এ জটিলতা দেখা দিতে পারে। এজন্য চেষ্টা করবেন অবশ্যই পাসপোর্ট ছবির নিয়ম মেনে ছবিটি সংগ্রহ করার।
যাইহোক সাধারণ ভুলগুলো হচ্ছে ছবির ভুল আকার ও ব্যাকগ্রাউন্ড এ সাদা কিনা হালকা রঙের কোন রং না রাখা। অপর্যাপ্ত আলো বা ছায়াযুক্ত মুখ কিংবা অতিরিক্ত এডিটিং বা ফিল্টার ব্যবহার। এছাড়াও অপ্রাসঙ্গিক পোশাক বা ভুলভাবে চোখের অঙ্গভঙ্গির কারণে ও আপনার দেওয়া পাসপোর্ট ছবিটি বাতিল হতে পারে।
এজন্য এই সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে ছবি তোলার সময় ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে নিরপেক্ষ মুখ ভঙ্গি বজায় রাখা, দেশের নিয়ম অনুযায়ী ছবি তোলা এবং সঠিক মাপ ও ফরমেট মেন্টেন করা, উপযুক্ত পোশাক পড়া এবং ন্যাচারাল ছবি তোলা। আশা করছি এ বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি পাসপোর্ট ছবিটি তোলেন তাহলে তা আদর্শ ছবি হিসেবে গ্রহণযোগ্যতা পাবে।
এখন আসুন আলোচনার শেষ পর্যায়ে সাধারণ কিছু প্রশ্ন বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে জানার মধ্য দিয়ে আলোচনার সমাপ্তি জানা যাক।
১. সরকারি ও আন্তর্জাতিক সংস্থার ছবি সংক্রান্ত গাইডলাইন কি?
✓ সরকারি ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ছবি সংক্রান্ত গাইডলাইন হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন অনুযায়ী পাসপোর্ট ছবির মান বজায় রাখা আবশ্যক পাশাপাশি বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসরণ করা জরুরী।
২. পাসপোর্ট ছবির সাধারণ ভুলগুলো কি কি?
✓ পাসপোর্ট ছবির সাধারন কিছু ভুল হচ্ছে মাথা কাজ করা, অতিরিক্ত পরিমাণে হাসা বা অন্ধকার অথবা ছায়াযুক্ত ছবি। মনে রাখবেন প্রফেশনাল ছবি তুলতে হলে আপনাকে স্মার্টলি একটা সুন্দর লুক দিতে হবে যেটা হবে একদম ন্যাচারাল।
৩. মোবাইল দিয়ে পাসপোর্ট ছবি তোলার গাইডলাইন কি?
✓ আজকাল মোবাইল ব্যবহার করে সবচেয়ে সুন্দর ফটোগুলো ক্যাচ করা যায়, সত্যি বলতে ডিএসএলআর ক্যামেরার কোন প্রয়োজন পড়ে না। তাই আপনি যদি মোবাইল দিয়ে পাসপোর্ট ছবি তুলতে চান তাহলে বলবো মোবাইল ক্যামেরার উচ্চ মানের রেজুলেশন ব্যবহার করবেন পাশাপাশি ক্যামেরা ও মুখের দূরত্ব ঠিক রাখার চেষ্টা করবেন আর ব্যাকগ্রাউন্ডের জন্য নির্দিষ্ট সাদা রং বা হালকা কোন রং রাখার চেষ্টা করবেন। ব্যাস তাহলেই আশা করতে পারেন যে মোবাইল দিয়ে আপনার পাসপোর্ট ছবিটি প্রোফেশনাল হবে।
আমাদের শেষ কথা: তো পাঠক বন্ধুরা, এই ছিল পাসপোর্ট ছবি তোলার নিয়ম-পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। সবশেষে সবাইকে জানাই আল্লাহ হাফেজ।