MRP পাসপোর্ট রিনিউ করার নিয়ম জানুন

MRP পাসপোর্ট রিনিউ করার নিয়ম

এমআরপি পাসপোর্ট হলো একটি ইলেকট্রনিক পাসপোর্ট, যা টেকনিক্যালি স্ক্যান করে দ্রুত এবং নির্ভুল তথ্য সংগ্রহ করা যায়। MRP পাসপোর্ট কাকে বলে এ ব্যাপারে যদি আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকে তাহলে হয়তো আপনার এটাও জানা থাকবে–  মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে, পৃষ্ঠার সংখ্যা শেষ হয়ে যাওয়ার কারণে অথবা ব্যক্তিগত তথ্য পরিবর্তনের জন্য Mrp পাসপোর্ট নবায়ন করার প্রয়োজন পড়ে। 

কিন্তু কিভাবে সঠিক পদ্ধতিতে কোনরকম ঝামেলা ছাড়া এমআরপি পাসপোর্ট রিনিউ করবেন! আসুন MRP পাসপোর্ট রিনিউ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানি। যেমন– এই পাসপোর্ট রিনিউ এর প্রয়োজনীয় নথিপত্র, রিনিউ এর একাধিক পদ্ধতি, ফি ও সময় সীমা সম্পর্কে খুঁটিনাটি। যাতে স্বল্প সময়ে আপনি আপনার পাসপোর্ট নবায়ন করতে পারেন।

MRP পাসপোর্ট রিনিউ করার নিয়ম

MRP পাসপোর্ট রিনিউ করার নিয়ম, বলতে পারেন খুবই সহজ। কেননা বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে পাসপোর্ট আবেদন, সংশোধন এবং রিনিউ অর্থাৎ নবায়ন কার্যক্রম চালু রয়েছে। এজন্য আপনাকে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে। 

এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য আমরা দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে জেনে নিন, পাসপোর্ট যদি রিনিউ করতে চান অর্থাৎ নবায়ন করতে চান সে ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র সঙ্গে রাখতে হবে! 

আর হ্যাঁ, একই সাথে কেউ কেউ পাসপোর্টে ভুল তথ্য প্রদানের কারণে বা অন্য কোন প্রাসঙ্গিক কারণে এমআরপি পাসপোর্ট বাতিল করতে চান। তো আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন এবং জানতে আগ্রহী হোন এমআরপি পাসপোর্ট বাতিল করার নিয়ম সম্পর্কে, তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আরেকটি আর্টিকেল পড়তে পারেন এখনই। যেখানে এ-সম্পর্কে বর্ণনা করা হয়েছে অতি সংক্ষেপে।

MRP পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৫, দেখে নিন

পাসপোর্ট রিনিউ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

পাসপোর্ট রিনিউ করার জন্য অতি প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে রাখতে হয়। সেগুলো হলো–

  • আবেদনপত্রের প্রিন্ট কপি– আমি যখন অনলাইনে আবেদন সম্পন্ন করেন ওই সময় আবেদন কার্যপ্রক্রিয়া সম্পন্ন করার পর প্রাপ্ত আবেদন পত্রটি প্রিন্ট করে সংগ্রহ করবেন। কেননা এটি পাসপোর্ট রিনিউয়ের জন্য পরবর্তীতে জমা করতে হয়। 
  • ফি প্রদানের রশিদ– আমরা জানি যে এমআরপি পাসপোর্ট বা যেকোনো পাসপোর্ট তৈরির ক্ষেত্রে, নবায়ন করার ক্ষেত্রে কিংবা ভুল সংশোধন করার ক্ষেত্রে পাসপোর্ট ফি প্রদান করতে হয়। এ সময় আপনি যে পাসপোর্ট ফি দিয়েছেন তার নির্ধারিত ব্যাংক বা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রধানকৃত ফ্রী পরিশোধের রশিদ সংগ্রহ করবেন, কেননা এটি প্রয়োজনীয় নথিপত্র হিসেবে জমা করতে হয়। 
  • জাতীয় পরিচয় পত্র– আপনি একটি দেশের নাগরিক এর সবচেয়ে বড় পরিচয় পত্র হচ্ছে এনআইডি কার্ড। আর যাদের nid card এখনও পর্যন্ত তৈরি করা হয়নি তাদের জন্য জন্ম নিবন্ধন সনদপত্র। আপনি যদি ২০ বছরের কম বয়সী হয়ে থাকেন এবং পাসপোর্ট রিনিউ করতে চান সেক্ষেত্রে আপনাকে জন্ম নিবন্ধন সনদ সঙ্গে রাখতে হবে আর ২০ বছরের বেশি বয়স হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি রাখতে হবে, কেননা এই প্রয়োজনীয় ডকুমেন্ট এমআরপি পাসপোর্ট রিনিউ এর অন্যতম জরুরী কাগজ। 
  • পূর্বের পাসপোর্ট এর মূল কপি ও ফটোকপি: এমআরপি পাসপোর্ট নবায়নের সময় আপনাকে সঙ্গে রাখতে হবে আগের পাসপোর্ট। এজন্য পাসপোর্ট সঙ্গে রাখতে ভুলবেন না। কেননা নবায়ন করতে অর্থাৎ নতুন পাসপোর্ট তৈরি করতে বা রিনিউ করতেও প্রয়োজন পরে পুরনো পাসপোর্ট এর। যা এই কার্য প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে চাওয়া হয়ে থাকে। 
  • সরকারি চাকরিজীবীদের জন্য প্রয়োজন পড়ে এনওসি অথবা জিও ডকুমেন্ট– সরকারি কর্মচারীরা অবশ্যই এমআরপি পাসপোর্ট রিনিউ করার সময় সরকারি আদেশ জমা দিতে হবে। এটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যেখানে কর্মরত রয়েছেন সেখানে আর কর্তৃপক্ষের অনাপত্তি পত্র বা সরকারি আদেশ একটি প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে চাওয়া হয়। 
  • নাগরিক সনদপত্র ও রেজিস্ট্রেশন ফরম – স্থানীয় সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত নাগরিক সনদের মূল কপি অথবা সত্যায়িত ফটোকপি Mrp পাসপোর্ট রিনিউ করার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে জমা করতে হয়। এবং সর্বশেষ ডকুমেন্ট হিসেবে আরো প্রয়োজন পড়ে রেজিস্ট্রেশন ফরম, যে ফর্ম আপনি অনলাইনের মাধ্যমে করেছেন অথবা নিকটস্থ পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসে গিয়ে সেখানে কর্মরত ব্যাক্তিদের দ্বারা করে নিয়েছেন। 

তো, এটা ক্লিয়ার যে – mrp পাসপোর্ট রিভিউ করার জন্য অথবা ই পাসপোর্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে কি কি সঙ্গে রাখতে হবে! এখন পাসপোর্ট রিনিউ পদ্ধতি, আবেদন ফরম তোলার নিয়ম ও কার্যকরী কিছু টিপস সম্পর্কে জানুন। এর পাশাপাশি আপনি যদি ই পাসপোর্ট করতে কি কি লাগে তা জানতে চান তাহলে ভিজিট করুন সাজেস্ট কৃত লিংকে। 

MRP পাসপোর্ট রিনিউ পদ্ধতি

MRP পাসপোর্ট রিনিউ করার জন্য অর্থাৎ নবায়নের জন্য আপনি দুইটি পদ্ধতির যেকোনো একটির মাধ্যমে আপনার কার্যপ্রক্রিয়া সম্পাদন করতে পারেন। একটি হচ্ছে– অনলাইন পদ্ধতি। অপরটি হচ্ছে– অফলাইন পদ্ধতি। 

তবে যেহেতু বর্তমানে প্রত্যেকের কাছেই স্মার্টফোন রয়েছে এমনকি ঘরে ঘরে রয়েছে ল্যাপটপ কম্পিউটার। তাই চাইলে অনলাইন পদ্ধতিতে আপনি ঘরে বসে এমআরপি পাসপোর্ট রিনিউ করতে পারেন। 

Mrp পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৫

Mrp পাসপোর্ট রিনিউ করার জন্য সবার প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে– www.epassport.gov.bd, উক্ত ওয়েবসাইটে প্রবেশের পর প্রয়োজনীয় কিছু ইনফরমেশন প্রদান এবং সাধারণ কিছু ইনস্ট্রাকশন ফলো করার মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট রিনিউ করে ফেলতে পারবেন। যদি বলেন সময় কত লাগবে, তাহলে বলবো যদি আপনার ইন্টারনেট সংযোগ ফাস্ট থাকে তাহলে সময় লাগবে মাত্র এক মিনিট। 

যাইহোক অলরেডি আপনি যদি সাজেস্টকৃত ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। কেননা পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে পাসপোর্ট রিনিউ, নতুন পাসপোর্ট আবেদন এই অপশন গুলো খুব স্পষ্টভাবে তুলে ধরা। 

যেখানে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো প্রদান করে সরাসরি এক ক্লিকে পাসপোর্ট রিনিউ এর জন্য আবেদন করে ফেলতে পারবেন। এখানে আমরা এমআরপি পাসপোর্ট রিনিউ করার ফরম ডাউনলোড ও অনলাইন অফলাইন পদ্ধতি নবায়ন ফি ও এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য কতদিন পর্যন্ত সময় লাগে এ ব্যাপারে সমস্ত বৃত্তান্ত তুলে ধরছি।

Mrp পাসপোর্ট রিনিউ করার ফরম 

এমআরপি পাসপোর্ট রিনিউ করার ফর্ম ডাউনলোড পদ্ধতি খুবই সহজ। এজন্য আপনাকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে হবে অতঃপর সেখানে গিয়ে সার্চ করতে হবে এমআরপি পাসপোর্ট রিনিউ ফরম। এরপর আপনি ডাউনলোড অপশন এ ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে পারবেন অতঃপর তা প্রিন্ট করে নিজ জেলার পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে জমা করে আরো কিছু কাগজপত্র একসঙ্গে জমা করনের মাধ্যমে পাসপোর্ট রিনিউয়ের জন্য সুপারিশ করতে পারবেন। 

কিন্তু আমরা বলব, এমআরপি নবায়নের অনলাইন পদ্ধতি অনুসরণ করুন। এতে করে আপনাকে কোথাও যেতে হবে না পাসপোর্ট রিনিউয়ের জন্য। শুধুমাত্র নিচের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করুন। আরো দেখুন– পাসপোর্ট অনলাইন কপি ডাউনলোড করার নিয়মপাসপোর্ট করতে কত টাকা লাগে এ সম্পর্কে বিস্তারিত

MRP নবায়নের অনলাইন পদ্ধতি 

পাসপোর্ট নবায়ন করতে অর্থাৎ এমআরপি পাসপোর্ট রিনিউ এর জন্য ই পাসপোর্ট তৈরি করণে—

প্রথমত: ভিজিট করতে হবে পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটের লিংক বা এড্রেস:-  epassport.gov.bd.

দ্বিতীয়ত: যদি ইতিমধ্যে এই ওয়েবসাইটে সাইন ইন করে থাকেন তাহলে ক্লিক করতে হবে লগইন/সাইন ইন অপশনে। আর সাইন ইন করা না থাকলে আপনি কি সাইন আপ করতে হবে। ইতিমধ্যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি বিধায় এই ছবিতে সাইন ইন দেখাচ্ছে। 

তৃতীয়ত: প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পন্ন হলে আপনাকে সরাসরি ক্লিক করতে হবে apply for new passport এই অপশনে। অতঃপর পাসপোর্ট টাইপ, পাসপোর্ট ধারের পার্সোনাল ডিটেলস ও এড্রেস, আইডি ডকুমেন্ট অপশনে পূর্ববর্তী পাসপোর্ট এর সকল তথ্য উল্লেখ করে পরবর্তী ধাপে যেতে হবে। 

আর হ্যাঁ, আপনি যদি পাসপোর্ট রিনিউ এর জন্য উক্ত ওয়েবসাইটে ভিজিট করে থাকেন এবং সঠিক অপশনে ক্লিক করেন তাহলে আপনার কাছে একটি প্রশ্ন তুলে ধরা হবে। প্রশ্নটি হচ্ছে এমন “are you applying from Bangladesh?”  সিলেক্ট করবেন Yes অপশন। অতঃপর সাজেস্ট কৃত বক্সগুলো সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করবেন। যেমন– ✓ আপনার জেলার নাম, select the police station nearest to your present address ইত্যাদি ইত্যাদি। 

চতুর্থত: আপনি আপনার বর্তমান দেশের নাম সিলেক্ট করবেন, মেইল পাসওয়ার্ড ফোন নাম্বার ইত্যাদি সবকিছু সঠিকভাবে প্রদান করবেন অতঃপর “ অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট লিংকে” ভিজিট করে সরাসরি আইডি ডকুমেন্ট স্টেপে চলে যাবেন। অতঃপর আপনার সামনে দুইটি অপশন তুলে ধরা হবে। একটি হচ্ছে Yes, i have a machine readable passport (MRP) আরেকটি হচ্ছে Yes, I have Electronic Passport (ePP)  এখানে আপনার আগের পাসপোর্ট যদি এমআরপি হয়ে থাকে তাহলে প্রথম অপশন সিলেক্ট করতে হবে আর যদি পূর্ববর্তী পাসপোর্ট ই পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় টা সিলেক্ট করতে হবে। 

পঞ্চমত: what is the reason for your passport request?  এমন প্রশ্ন বা অপশন সাজেস্ট করা হবে আপনাকে। যে পর্যায়ে আপনি সিলেক্ট করবেন কোন কারণে ইস্যু কিংবা পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছেন তা, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পাসপোর্ট এক্সপাইয়ার হয়ে যাওয়ার কারণে মানে পাসপোর্ট এর মেয়াদ চলে যাওয়ার কারণে এমআরপি পাসপোর্ট রিনিউ করে থাকেন। তাই এ পর্যায়ে আমি এক্সপায়ার্ড অপশন সিলেক্ট করছি। 

মনে রাখবেন এখানে আপনাকে সাধারণত আরো বেশ কিছু অপশন সাজেস্ট করা হবে। যেমন–

  • কনভার্শন টু ই পাসপোর্ট 
  • লস্ট আর স্টোলেন অর্থাৎ পাসপোর্ট হারিয়ে গেলে সিলেক্ট করতে হবে এই অপশন 
  • ডাটা চেঞ্জ 
  • Unusable অর্থাৎ পাসপোর্ট নষ্ট বা ছিরে গেলে সিলেক্ট করতে হবে এই অপশন। 
  • অথবা অন্যান্য। 

 ষষ্ঠমত: পাসপোর্ট যেহেতু নবায়ন করছেন তাই পূর্ববর্তী পাসপোর্ট এর নাম্বার, এবং প্রয়োজনীয় আরো কিছু তথ্য লিখে আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে। 

বিশেষ দ্রষ্টব্য: এই সময় অবশ্যই আবেদন কপিটি ডাউনলোড অথবা প্রিন্ট করে নেবেন। আর যদি তা না করেন তাহলে অবশ্যই পাসপোর্ট আবেদন আইডি নম্বর সংগ্রহ করে রাখবেন। কেননা এই আইডি নম্বর পরবর্তীতে প্রয়োজন পড়ে। 

তো এ-পর্যন্ত যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে পরবর্তীতে প্রয়োজনীয় নথিপত্র ক্যান করে আপলোড করতে হবে ও নির্ধারিত ফি প্রদান করতে হবে। আপনি যদি জেনে থাকেন পাসপোর্ট করতে কত টাকা লাগে তাহলে আশা করছি রিনিউ করতে কত টাকা লাগবে তা জানেন। কেননা টাকার পরিমান ঐ একই। এখন জেনে নিন এমআরপি পাসপোর্ট নবায়নের অফলাইন পদ্ধতি কি! 

MRP পাসপোর্ট নবায়নের অফলাইন পদ্ধতি 

এমআরপি পাসপোর্ট নবায়নের অফলাইন পদ্ধতি হচ্ছে সরাসরি পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসে যাওয়া। অতঃপর তাদের সাথে যোগাযোগ করে আবেদন ফরম সংগ্রহ করা অতঃপর সেটা সঠিক পদ্ধতিতে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে আপনাকে প্রদান করতে হবে নির্ধারিত ফি। তাদের নির্দেশনা অনুযায়ী বায়োমেট্রিক্স তথ্য প্রদানের মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর আপনি এমআরপি পাসপোর্ট নবায়ন করার পর তা সংগ্রহ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে পাসপোর্ট নবায়নের জন্য মোটামুটি কত দিন সময় লাগে এবং কত টাকা পর্যন্ত ফি সাবমিট করতে হয়!

Mrp পাসপোর্ট নবায়ন ফি ও সময়সীমা 

এমআরপি পাসপোর্ট ৪৮ পৃষ্ঠার টি যদি আপনি ১৫ কর্ম দিবসের মধ্যে পেতে চান তাহলে নবায়ন কৃত পাসপোর্ট এর জন্য প্রদান করতে হবে ৪,০২৫ টাকা আর যদি জরুরী পাসপোর্ট হিসেবে ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী ই পাসপোর্ট সাত কর্ম দিবসের মধ্যে পেতে চান তাহলে খরচ পড়বে ৬৩২৫ টাকা। ১০ বছর মেয়াদী পাসপোর্ট সংগ্রহ করতে হলে কত পড়বে এটা আপনি পাসপোর্ট করতে কত টাকা লাগে এ সম্পর্কিত আর্টিকেলটি আমাদের ওয়েবসাইট থেকে পড়ে জেনে নিন এখনই। 

মনে রাখবেন, পাসপোর্টের ফি প্রক্রিয়াকরণ সময়সীমা পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা ও মেয়াদ অনুযায়ী ভিন্ন হয়। 

জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর 

১. পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কোন ভুল গুলো মানুষ বেশি করে? 

পাসপোর্ট রিনিউ করার সময় সাধারণত নিচের উল্লেখিত ভুলগুলো মানুষ বেশি করে থাকে। সেগুলো হলো–

  • ভুল তথ্য প্রদান 
  • প্রয়োজনীয় কাগজপত্রের অভাব 
  • অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতা 
  • দ্রুত প্রসেসিং এর জন্য অতিরিক্ত অর্থ প্রদান 
  • পাসপোর্ট ফি পরিশোধে বিলম্ব বা ভুল করা সহ প্রভৃতি। 

২. পাসপোর্ট কয়বার রিনিউ করা যাবে? 

পাসপোর্ট সাধারণত যতবার ইচ্ছা ততবার রিনিউ করা যাবে। যদি পাসপোর্ট এর ওপর কোনো বিধি-নিষেধ না থাকে। সাধারণত আমাদের দেশে পাসপোর্ট এর মেয়াদ যতবার শেষ হয় ততবার পাসপোর্ট রিনিউ করার সুযোগ দেওয়া হয়। 

৩. বাচ্চাদের পাসপোর্ট রিনিউ কিভাবে করতে হয়? 

পাসপোর্ট করা কালীন সময়ে বাচ্চার বয়স যদি 19 বছরের কম হয় সেক্ষেত্রেও এই একই নিয়ম অনুসরণ করে পাসপোর্ট রিনিউ করতে হয়, যেটা আমরা আজকের আর্টিকেলে আলোচনার মাধ্যমে স্পষ্ট ভাবে তুলে ধরেছি। 

৪. পাসপোর্ট রিনিউ করতে কি পুলিশ ভেরিফিকেশন লাগে? 

না পাসপোর্ট নতুন তৈরি করার সময় পুলিশ ভেরিফিকেশন লাগে কিন্তু পাসপোর্ট রিনিউ করার সময় পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে না। 

৫. পাসপোর্ট রিনিউ করার পূর্বে করণীয় কাজ কি? 

পাসপোর্ট রিনিউ করার পূর্বে করণীয় কাজগুলো হলো 

  • পাসপোর্ট যে আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করেছিলেন পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে অনলাইন আবেদন করার সময় কাগজপত্র ঠিক ওই একই অফিসে জমা করতে হবে। 
  • আবেদন করার আগে অবশ্যই পাসপোর্ট নবায়ন করতে কি কি লাগে তার প্রত্যেকটি কাগজপত্র সংগ্রহ করতে হবে। 
  • পাসপোর্ট রিনিউ করার জন্য কত টাকা খরচ পড়বে সে সম্পর্কে জানতে হবে এবং ফি প্রদানের জন্য ব্যবস্থা নিতে হবে 
  • রেনু করার ক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যাতে করে আপনি সরাসরি লগইন করে পাসপোর্ট রিনিউয়ের জন্য আবেদন করতে পারেন। 
  • পাসপোর্ট রিনিউ এর সাধারণ সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জানতে হবে। এর জন্য আপনি google অথবা youtube ভিডিওর সাহায্য নিতে পারেন। 

আমাদের শেষ কথা: তো পাঠক বন্ধুরা, এমআরপি পাসপোর্ট রিনিউ করার নিয়ম নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। MRP পাসপোর্ট রিনিউ করার নিয়ম জেনে আশা করছি আপনি ঘরে বসে এই কাজটি করতে

About Author

Setu Rani
Setu Rani is a professional blogger with expertise in passport and visa information. With a passion for travel, she shares insightful guides on international visa processes, passport services, and travel experiences. Her in-depth knowledge helps travelers navigate complex documentation with ease. When she's not writing, Setu explores new destinations and documents her journeys to inspire others.
MRP পাসপোর্ট রিনিউ করার নিয়ম
Passport

MRP পাসপোর্ট রিনিউ করার নিয়ম জানুন

এমআরপি পাসপোর্ট হলো একটি ইলেকট্রনিক পাসপোর্ট, যা টেকনিক্যালি স্ক্যান করে দ্রুত এবং নির্ভুল তথ্য সংগ্রহ...

Passport Online Copy Download
Passport

পাসপোর্ট অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম দেখুন ২০২৫

পাসপোর্ট অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম নিয়ে আমাদের আজকের আলোচনা। অনেক সময় দুর্ঘটনাবশত পাসপোর্ট হারিয়ে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *