MRP পাসপোর্ট বাতিল করার নিয়ম কি, এমআরপি পাসপোর্ট কি, MRP পাসপোর্ট এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা, পাশাপাশি বাতিল করার বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই নিবন্ধে। অনেকেই রয়েছেন যারা কিনা নিজেদের MRP পাসপোর্ট বাতিল করতে চান।
তো আদৌ কি এই পাসপোর্ট বাতিল করা যায় এ ব্যাপারে সঠিক তথ্য জানতে আর্টিকেলের পরবর্তী অংশটুকু পড়ুন। সাথে MRP পাসপোর্ট চেক করার বিষয়ে বিস্তারিত জানতে সাজেস্ককৃত আর্টিকেলটিও পড়তে পারেন।
MRP পাসপোর্ট কি | MRP পাসপোর্ট কাকে বলে?
MRP পাসপোর্ট একটি ইলেকট্রনিক পাসপোর্ট যা মেশিনে স্ক্যান করে দ্রুত এবং নির্ভুল তথ্য পড়া যায়। এতে মালিকের ব্যক্তিগত তথ্য একটি মেশিন রিডেবল জোনে (MRZ) কোড আকারে অন্তর্ভুক্ত থাকে।অতএব সরাসরি বলতে পারা যায় এমআরপি পাসপোর্ট হচ্ছে আধুনিক প্রযুক্তি সমর্থিত পাসপোর্ট।
MRP পাসপোর্ট বাতিল করার নিয়ম কি?
MRP পাসপোর্ট বাতিল করার নিয়ম কি, এই-প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে “কোন নিয়ম নেই”। কি বুঝতে সমস্যা হচ্ছে? নিশ্চয়ই ভাবছেন আপনি তো এমআরপি পাসপোর্ট বাতিল করার নিয়ম জানতে আর্টিকেলটি পড়তে শুরু করেছেন। তাহলে এই কথা কেন বলছি?
কারণ MRP পাসপোর্ট বাতিল করার কোন অপশন নেই। আপনি যদি এমআরপি পাসপোর্ট করে থাকেন তাহলে নতুন করে আর পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন না এমনকি এই পাসপোর্ট বাতিল করতেও পারবেন না। এটাই সত্যি। এখন প্রশ্ন উঠতে পারে, এমন কোন কি মাধ্যম রয়েছে যার মাধ্যমে MRP পাসপোর্ট বাতিল করা যাবে! প্রশ্নের উত্তর জানতে নিচের অংশটুকু পড়ুন এবং আপনি যদি নবজাত শিশুর ই পাসপোর্ট করার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সাজেস্টকৃত লিংকে ভিজিট করে এ ব্যাপারে জানুন বিস্তারিত।
MRP পাসপোর্ট বাতিল করার বিকল্প পদ্ধতি
Mrp পাসপোর্ট বাতিল করার বিকল্প কোন মাধ্যম নেই। তবে যদি আপনি অনেক আগে আপনার এমআরপি পাসপোর্ট করেন সেক্ষেত্রে সেটা যদি হাতে লেখা পাসপোর্ট হয়ে থাকে তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করে আপনার পূর্বের পাসপোর্ট বাতিল করে নতুন ই পাসপোর্ট এর জন্য আবেদন করার একটা সুযোগ পাবেন।
তবে সচরাচর বর্তমানে যারা এমআরপি পাসপোর্ট করেছেন তাদের গুলো মূলত ডিজিটাল প্রযুক্তিতে তৈরি করা। হাতে লেখা পাসপোর্ট নাও হতে পারে। আর যদি হয়ে থাকে তাহলে বলা যায় আপনি সৌভাগ্যবান, মানে আপনি আপনার এমআরপি পাসপোর্ট বাতিল করতে পারবেন। এর জন্য আপনাকে সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। তাদেরকে জানাতে হবে বিস্তারিত অতঃপর তাদের দেওয়া ইনস্ট্রাকশন মেনে আপনি MRP পাসপোর্ট বাতিল করে নিতে পারবেন।
MRP পাসপোর্ট গোপন করলে কি সমস্যা ?
অনেকেই রয়েছেন যারা এমআরপি পাসপোর্ট গোপন করে রাখতে চান তো সে সকল অডিয়েন্স বন্ধুরা জানার আগ্রহ প্রকাশ করেন, যদি এমআরপি পাসপোর্ট গোপন করে রাখা হয় তাহলে কি হবে?
হ্যাঁ আপনি এই পাসপোর্ট গোপন করে রাখতে পারবেন আর বর্তমান সময়ের জন্য আপনার পাসপোর্ট স্ট্যাটাস গোপন করে রাখা সম্ভব হবে। কিন্তু সমস্যা হচ্ছে যখন এটা পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত পৌঁছাবে তখন আপনি ধরা খাবেন, মানে আপনাকে জালিয়াতির অভিযোগে অন্তর্ভুক্ত হতে হবে। এ নিয়ে ঝামেলাও হতে পারে।
তাই আমরা বলবো এমআরপি পাসপোর্ট বাতিল করা থেকে দূরে থাকুন। কেননা পাসপোর্ট এমআরপি করার মূল উদ্দেশ্যই হচ্ছে জালিয়াতি প্রতিরোধ করা, বায়োমেট্রিক্স তথ্য প্রদানে সংরক্ষিত করা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা। ধরতে গেলে আমাদের গ্রাহকদের কথা চিন্তা করেই এমআরপি পাসপোর্ট এর ব্যবস্থাপনা চালু করা হয়েছে। তাই এটা বাতিল করার কোন প্রশ্নই আসে না।
তবে যদি আপনার এমআরপি পাসপোর্টে কোন ভুল থেকে থাকে অথবা Mrp পাসপোর্ট নবায়ন করতে চান সেক্ষেত্রে Mrp পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৫ সম্পর্কে বিস্তারিত জেনে আপনি আপনার এই কাজটি সম্পাদন করতে পারেন। কেননা নবায়ন করার সুযোগ প্রদান করা হয়ে থাকে।
MRP পাসপোর্ট নিয়ে সাধারণ প্রশ্নোত্তর
১. MRP পাসপোর্ট এর বৈধতা কতদিন?
✓ এমআরপি পাসপোর্ট এর বৈধতা ৫ অথবা ১০ বছর।
২. MRP পাসপোর্ট কোথায় আবেদন করা হয়?
✓ স্থানীয় পাসপোর্ট অফিস অথবা অনলাইনে এমআরপি পাসপোর্ট এর জন্য আবেদন করা যায়।
৩. এমআরপি পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়?
✓এমআরপি পাসপোর্ট পাওয়ার জন্য বা mrp পাসপোর্ট সংগ্রহের জন্য সাধারণত জন্ম নিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয় পত্র, ফ্রি প্রদানের রশিদ, পাসপোর্ট ফরম পূরণ ও আন্তর্জাতিক মান অনুযায়ী ছবি প্রদানের প্রয়োজন হয়।
৪. Mrp পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে?
✓ যদি আপনি এমআরপি পাসপোর্ট এর জন্য আবেদন করেন তাহলে সেটা হাতে পেতে 15 থেকে 30 কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে। আর যদি জরুর ফি প্রদান করে থাকেন সেক্ষেত্রে আরো অল্প সময়ের মধ্যে এমআরপি পাসপোর্ট হাতে পাওয়া সম্ভব হয়।
৫. Mrp পাসপোর্ট ফর্ম কোথায় পাওয়া যায়?
✓ এমআরপি পাসপোর্ট ফর্ম আপনি পাসপোর্ট অফিস থেকে অথবা অনলাইনে থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। মানে এটা দুইটি স্থানে পাওয়া যায়।
৬. এমআরপি পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কি?
✓ Mrp পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় হচ্ছে সবার প্রথমে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা অতঃপর পাসপোর্ট অফিসের যোগাযোগ করা।
৭. Mrp পাসপোর্টে ভুল থাকলে কিভাবে সংশোধন করা যায়?
✓ Mrp পাসপোর্টে যদি কোন ভুল তথ্য থেকে থাকে তাহলে সেটা সংশোধনের জন্য প্রমাণপত্র সহ সংশোধনের আবেদনের মাধ্যমে তা ঠিক করে নেওয়া যায়। এর জন্য আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে অথবা অনলাইনের মাধ্যমে পুনরায় সংশোধনের জন্য আবেদন করতে হবে। এ সম্পর্কিত আর্টিকেল যদি পেতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
৮. Mrp পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে কি করতে হয়?
✓ এমআরপি সহ যেকোন পাসপোর্ট এর মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে পুনরায় সেটা রিনিউ করার প্রয়োজন হয়। মানে আপনার এমআরপি পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে পুনরায় আবেদন করবেন।
পরিশেষে: তো পাঠক বন্ধুরা, MRP পাসপোর্ট বাতিল করার নিয়ম কি এই নিয়ে আমাদের আজকের আলোচনার সমাপ্তি টানছি এখানেই। যদি আপনার আরো কোন জিজ্ঞাসাবাদ থাকে আমাদের কমেন্ট করে জানান। আর যদি পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন পোস্টের নোটিফিকেশন সবার আগে পেতে চান তাহলে ফলো করুন আমাদের ওয়েবসাইট। সবাইকে আল্লাহ হাফেজ।