অনলাইন ও এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা তা চেক করা যায়। অনেকেই রয়েছেন যারা পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করার জন্য পাসপোর্ট অফিসে যান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শুধুমাত্র ঘরে বসেই আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। তাই আজকে কথা বলব 16445 পাসপোর্ট চেক করার নিয়ম নিয়ে। তাহলে আসুন এ-সম্পর্কে বিস্তারিত জানি।
16445 পাসপোর্ট চেক করার নিয়ম
১৬৪৪৫ সংখ্যাটি হচ্ছে একটি কোড। মূলত এই কোড নাম্বারে যদি আপনি এসএমএস সেন্ড করেন তাহলে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা বা পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে পারবেন।
এ পর্যায়ে আমরা 16445 পাসপোর্ট চেক করার বিষয়ে সর্বোচ্চ ধারণা দেওয়ার চেষ্টা করব। যাতে করে আপনি আপনার পাসপোর্ট কোনরকম সমস্যা ছাড়া চেক করতে পারেন। তাই আমাদের দেওয়া ইন্সট্রাকশন ফলো করুন। সাথে আরও দেখুন- পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক এর নিয়মাবলী।
এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক
যদি কোন গ্রাহকের ই-পাসপোর্ট আবেদন প্রদত্ত হয় তাহলে সেটা উল্লেখিত নাম্বারে মোবাইল এসএমএসের মাধ্যমে জানা যায়। এর জন্য মোবাইল অপশনে গিয়ে সিম্পল একটি এসএমএস পাঠাতে হবে।
এসএমএস লেখার নিয়ম: আপনি যদি 16445 নাম্বারে এসএমএস পাঠিয়ে আপনার পাসপোর্ট চেক করেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে “Start EPP Application ID Number” .
ব্যাস এতটুকুই। কিছু সময়ের মধ্যেই আপনার ফোনে নতুন এসএমএস পাঠানো হবে আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস সম্পর্কে। বিষয়টা যদি না বোঝেন তাহলে উদাহরণের মাধ্যমে আরো স্পষ্ট ভাবে জানুন আ নিচের ছবিটি লক্ষ্য করুন।
মনে করুন.
আপনার এপ্লিকেশন আইডি নম্বর 5285-12887452.
এখন আপনি 16445 এই নম্বরে এসএমএস পাঠাবেন আপনার পাসপোর্ট চেক এর জন্য।
তাহলে এসএমএস অপশনে গিয়ে লিখুন-
“SRART EPP 5285-12887452”
অতঃপর সেন্ড করুন।
পরবর্তীতে আপনাকে যে এসএমএস পাঠানো হবে সেটা হবে পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে। আর সেই এসএমএসে আপনার ই-পাসপোর্ট সম্পর্কিত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। বলতে পারেন, 16445 পাসপোর্ট চেক করার নিয়ম অনলাইনের মাধ্যমে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করার নিয়মের থেকে সহজ।
শুধু পার্থক্য, এসএমএস পাঠানোর জন্য আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। আবার এমনটা নয় অনলাইনের মাধ্যমে যদি আপনি আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস বা বর্তমান অবস্থা চেক করতে চান তাহলে কোন খরচ পরবে না! এর জন্যেও আপনার লাগবে ইন্টারনেট সংযোগ। তাই পাসপোর্ট চেক করতে আমাদের দেওয়া বা আমাদের উল্লেখ করা 16445 পাসপোর্ট চেক করার নিয়ম ফলো করে বিস্তারিত জানুন।
এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক ও প্রয়োজনীয় ইনফরমেশন
ইতিমধ্যে আমরা 16445 এই নম্বরে কিভাবে এসএমএস পাঠিয়ে পাসপোর্ট চেক করা যায় তা জেনেছি। কিন্তু আপনি কি জানেন, এখানে যে অ্যাপ্লিকেশন আইডি বসানোর কথা বলা হয়েছে এটা আপনি কোথায় পাবেন?
পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে যে সকল জিনিস লাগে সেগুলো হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। এই তিনটে জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে পাসপোর্ট এর বর্তমান অবস্থা চেক করতে পারবেন।
আর এই প্রত্যেকটা জিনিস খুঁজে পাওয়া যাবে ডেলিভারি স্লিপ থেকে। মূলত ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করতে এই সংখ্যাগুলো সংগ্রহের প্রয়োজন পড়ে। ডেলিভারি স্লিপের ঠিক কোন অংশে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকে সেটা বুঝতে নিজের ছবিটি দেখুন।
পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম
পাসপোর্ট স্ট্যাটাস চেক করে পাসপোর্ট এর নতুন বা সর্বশেষ অবস্থা ও রিনিউ স্ট্যাটাস সম্পর্কে জানতে পারা যায়। পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম এমন কিছু কুয়েরি লিখে সার্চ করেন অনেকেই। আশা করছি ইতোমধ্যে আমরা যেগুলো সাজেস্ট করেছি এর মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন।
তবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে চাইলে আপনাকে কোন নিয়ম অনুসরণ করতে হবে জানতে হলে সাজেস্টিত লিংকে ভিজিট করুন। মনে রাখবেন আমাদের এই ওয়েবসাইট থেকে আপনি ই পাসপোর্ট সম্পর্কিত বিষয়ে খুটিনাটি জানতে পারবেন। যেমন–
- পাসপোর্ট অনলাইন আবেদন ফরম pdf
- পাসপোর্ট অনলাইন কপি ডাউনলোড এর নিয়ম
- পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় নথিপত্র
- শিশুদের পাসপোর্ট করার নিয়ম
- পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি
- ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি
- পাসপোর্ট এর টাকা জমা দেওয়ার নিয়ম
এছাড়াও পাসপোর্ট আবেদন বাতিল, এমআরপি পাসপোর্ট বাতিল ও পাসপোর্টের ইন্ফো রিলেটেড বিভিন্ন পোস্ট। তাই নিয়মিত আপডেট পেতে বা যেকোনো পোস্টের নোটিফিকেশন পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
Passport Check Online in Bangladesh
পাসপোর্ট চেক করার জন্য আপনি যদি মোবাইল এসএমএস পদ্ধতি বাদ দিয়ে অনলাইনের মাধ্যমে যাচাই করতে চান সেক্ষেত্রে আপনাকে যে সকল কাজ করতে হবে তা জানাবো আলোচনার এ পর্যায়ে। মূলত অনলাইনের মাধ্যমেও পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করাও খুব বেশি জটিল নয়। E-passport check by online rules ফলো করুন নিচে সাজেস্ট করা ধাপে ধাপে।
প্রথমত: ভিজিট করুন পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে।
দ্বিতীয়ত: চোখ রাখুন check application status এমন অপশনে। অতঃপর ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নিচের সাজেস্টক কৃত পেজটি শো করানো হবে।
তৃতীয়ত: শূন্যস্থানগুলো পূরণ করুন। মানে আপনি যে পাসপোর্ট সম্পর্কে জানতে চাচ্ছেন সেগুলোর অনলাইন রেজিস্ট্রেশন আইডি, অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে ক্লিক করুন check অপশনে। বোঝার জন্য নিচের ছবি লক্ষ্য করুন।
ব্যাস কিছু সময় লোড নেওয়ার পরে আপনার সামনে পাসপোর্ট এর বর্তমান অবস্থা তুলে ধরা হবে। যেখান থেকে আপনি আপনার পাসপোর্ট এর সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা বা কোন সমস্যা রয়েছে কিনা সে সম্পর্কে জানতে পারবেন। মনে রাখবেন পাসপোর্ট আবেদন করা থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। তাই প্রত্যেকটি ধাপ নিয়ম মেনে এগিয়ে যাবেন এবং যে কোন ইনফরমেশন পূরণ করার সময় অবশ্যই সতর্কতার সাথে সঠিক ইনফরমেশন প্রদান করবেন। যাতে করে পরবর্তীতে কোন ঝামেলায় পড়তে না হয়।
পরিশেষে: তো পাঠক বন্ধুরা, 16445 পাসপোর্ট চেক করার নিয়ম নিয়ে যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করুন অথবা চেক করার সময় যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন। আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবশেষে সবাইকে জানাই আল্লাহ হাফেজ।