পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা একটি সাধারণ প্রক্রিয়া। কেননা বর্তমানে অনেক দেশে ইমিগ্রেশন ও ভিসা কর্তৃপক্ষ অনলাইনে ভিসা চেক করাকে সহজলভ্য করেছে। ডিজিটাল এই যুগে আপনি প্রতারিত না হয়ে নিজেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে পারবেন।
আজকের আর্টিকেলে আমরা ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার অনলাইন পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবো। তাহলে আসুন, ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়মাবলী সম্পর্কে জানি।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য সরাসরি আপনাকে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ওয়েবসাইট? আপনি যে দেশে ভ্রমণ করবেন বা যেই দেশে যাওয়ার জন্য ভিসা তৈরি করেছেন সেই দেশের নাম উল্লেখ করে ভিসা চেক লিখে সার্চ করলে আপনাকে যে ওয়েবসাইট সাজেস্ট করা হবে মূলত ওই ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
আলোচনার এ পর্যায়ে আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক এর নিয়ম, পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক এর নিয়ম, পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক এর নিয়ম এবং পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক এর নিয়ম পর্যায়ক্রমে তুলে ধরব। যাতে করে আপনি কোন রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে পারেন।
সকল দেশের ভিসা চেক অনলাইনে
নিজ দেশ থেকে বাহিরের দেশে যাওয়ার পূর্বে অর্থাৎ বিদেশ ভ্রমণের পূর্বে আপনার ভিসা সঠিক রয়েছে কিনা এবং কোন কোম্পানি ভিসা দিচ্ছে এ সম্পর্কে বিস্তারিত জানা জরুরী।
একটা সময় ছিল যখন এগুলো জানার জন্য অন্যত্র যেতে হতো, কিন্তু এখন আপনি ঘরে বসে শুধু মাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে এ ব্যাপারে জানতে পারেন এ টু জেড।
যাইহোক পাসপোর্ট নাম্বার দিয়ে যদি ভিসা চেক করেন তাহলে ঘাবড়ে না গিয়ে নিচের দেওয়া ইন্সট্রাকশন ফলো করুন। এর পাশাপাশি যদি আপনি ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে সাজেস্টকৃত লিংকে ভিজিট করতে পারেন।
এমনকি পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে epassport check.online সাইটটি ভিজিট করতে পারেন নিয়মিত।
ভিসা স্ট্যাটাস চেক করার সময় প্রয়োজনীয় তথ্য
সকল দেশের ভিসা শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন। এর জন্য ইতোমধ্যে আমরা অনেক কিছু বর্ণনা করেছি। তবে বোঝানোর সুবিধার্থে আরেকটি কথা না বললেই নয়, তা হচ্ছে– ভিসা স্ট্যাটাস চেক করার জন্য প্রয়োজনীয় তথ্য হিসেবে আপনার যে সকল সংগ্রহ করতে হবে সেগুলো হলো-
- পাসপোর্ট নাম্বার
- ব্যক্তিগত তথ্য
- ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার
এর পাশাপাশি আরও লাগবে, ভালো ইন্টারনেট সংযোগ এবং একটি মোবাইল ফোন অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটার।
আর হ্যাঁ, অনেক সময় পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার সময় সমস্যা দেখা দেয়। মানে বারবার চেষ্টা করার পরেও আপনি ভিসা দেখতে পারেন না এমন কিছু। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে করণীয় কি? ভিসা চেক করার সময় সমস্যা হলে করণীয় হলো–
- ঘাবড়ে না গিয়ে পুনরায় তথ্য যাচাই করা। কেন না ভুল তথ্য দিলে সিস্টেম সঠিক স্ট্যাটাস দেখাবে না এটাই স্বাভাবিক।
- আর যদি এমন হয় আপনি ভুল নয় বরং সঠিক তথ্য দেওয়ার পরেও এমন সমস্যা দেখা দিচ্ছে তাহলে উক্ত পেজ রিলোড দিয়ে পুনরায় চেষ্টা করবেন। এটা যদি সমাধান না মেলে তাহলে সরাসরি ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করবেন।
- আর সেটা না পারলে সাপোর্ট সেন্টারে ইমেইল অথবা ফোন করার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন।
দুবাই ভিসা চেক করার নিয়ম
শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম হলো–
প্রথমত: গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ICP Smart Services লিখে সার্চ করা। আপনি চাইলে সরাসরি এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে পারেন উক্ত সাইটে।
দ্বিতীয়ত: অতঃপর ক্লিক করা Public services অপশনে। যেটা আপনি মেনুবার থেকে পেয়ে যাবেন। নিচের ইমেজ লক্ষ্য করুন।
তৃতীয়ত: এ পর্যায়ে আবারো ক্লিক করুন ফাইল ভ্যালিডিটি অপশনে।
চতুর্থত: প্রয়োজনীয় ইনফরমেশন গুলো প্রদান করুন এবং ছবিতে দেখানো অপশনগুলো সিলেক্ট করুন।
পঞ্চমত: সবকিছু ঠিকঠাক থাকলে, আই এম নট এ রোবট (I’m not a robot) সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক এর নিয়ম
প্রথমত: গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন অতঃপর সার্চ করুন eservices imi gov my লিখে। আপনি চাইলে সরাসরি এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে পারেন উক্ত সাইটে।
দ্বিতীয়ত: সাজেস্টকৃত ওয়েবসাইটে ভিজিট করুন। ওয়েবসাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাকে নিচের ছবির মত একটি পেজ দেখানো হবে। এখানে পাসপোর্ট নাম্বার ও warganegare সিলেক্ট করে সার্চ করুন। এ পর্যায়ে আপনার নাম, জন্মতারিখ অথবা আরো কিছু প্রয়োজনীয় ইনফরমেশন পূরণ করা লাগতে পারে। সেগুলো অবশ্যই সঠিক ভাবে পূরণ করবেন।
তৃতীয়ত: সাজেস্টকৃত অপশন এর মধ্যে থেকে চেক অপশন সিলেক্ট করুন। যেহেতু আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন তাই সকল ইনফরমেশন পূরণ করার পর আপনাকে check অপশনে ক্লিক করতে হবে।
ব্যাস এতটুকুই। পরবর্তীতে আপনি আপনার ভিসা দেখতে পাবেন। আশা করছি ইতিমধ্যে আমরা যে ইনস্ট্রাকশন দিয়েছি এটা ফলো করে আপনি যে কোন দেশের ভিসা চেক করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে। তবুও এর পাশাপাশি আপনি যদি আলাদাভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে আমেরিকার ভিসা চেক, পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক, পাসপোর্ট নাম্বার দিয়ে সকল দেশের ভিসা চেক করার লিংক ও নিয়মাবলী সম্পর্কে জানতে চান তাহলে চোখ রাখুন আমাদের এই পাসপোর্ট ডট অনলাইন ওয়েবসাইটে। কেননা ইতোমধ্যে আমরা এ সম্পর্কিত পোস্ট আলাদা আলাদা ভাবে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। তাই অনুসন্ধান করুন।
পাসপোর্ট এর বিষয়ে কিছু নিরাপত্তা ও সতর্কতা
এটা আমরা সবাই জানি পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র। আর তাই অবশ্যই এর নিরাপত্তা রক্ষা করা জরুরী। আপনি যদি কোন প্রকার ঝামেলায় না পড়তে চান তাহলে এটি অবশ্যই সুরক্ষিত রাখবেন। এর জন্য যে যে বিষয়ে মাথায় রাখতে অবশ্যই ভুল করবেন না সেগুলো হলো।
- আপনার পাসপোর্ট সম্পর্কে শুধুমাত্র আপনি জানবেন। মানে আপনার পাসপোর্ট এবং ভিসার তথ্য কারো সাথে শেয়ার করবেন না।
- শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন পাসপোর্ট সংক্রান্ত যেকোনো কাজ সম্পাদনের জন্য । প্রতারণার হাত থেকে বাঁচার জন্য এর থেকে বিকল্প কোন রাস্তা নেই। অবশ্যই সন্দেহজনক লিংক অথবা ওয়েবসাইট এড়িয়ে চলতে ভুল করবেন না।
- পাশাপাশি ভ্রমণের সময় সতর্ক থাকবেন। যাতে করে কোনভাবেই আপনার পাসপোর্ট হারিয়ে না যায়। এর জন্য পাসপোর্ট এর কভার ব্যবহার করতে পারেন।
- প্রতারণা ও জালিয়াতি থেকে রক্ষা করার জন্য ভুয়া এজেন্ট কিংবা ব্রোকার থেকে সতর্ক থাকবেন আর যদি কখনো সন্দেহ হয় যে আপনার পাসপোর্ট জালিয়াতি করা হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এ ব্যাপারে।
- পাসপোর্ট মেয়াদ শেষ হলে অবশ্যই পুনরায় নবায়ন করার জন্য আবেদন করবেন। মনে রাখবেন মেয়াদ শেষের পর ওই পাসপোর্ট কোন কাজেরই নয়। তাই আপনি এটি যদি খেয়াল না করেন তাহলে পরবর্তীতে বিপদে পড়তে পারেন। কেননা পাসপোর্ট একটি দেশে আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবে সাপোর্ট দিয়ে থাকে।
পরিশেষে: তো প্রিয় অডিয়েন্স বন্ধুরা, এই ছিল পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার বিষয়ে আমাদের আজকের আলোচনা। যদি কোন জিজ্ঞাসাবাদ থাকে আমাদের কমেন্ট করুন। প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই সতর্ক থাকুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবশেষে জানাই আল্লাহ হাফেজ।