এমআরপি পাসপোর্ট মানে ইলেকট্রনিক পাসপোর্ট আপনি কিভাবে চেক করবেন, চেক করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে পারবেন এ-ব্যাপারে বিস্তারিত থাকছে আমাদের আজকের আর্টিকেলে।
হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনি কি MRP পাসপোর্ট চেক এর বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী? যদি তাই হয় তাহলে আমাদের দেওয়া ইন্সট্রাকশন ফলো করুন। পাশাপাশি এমআরপি পাসপোর্ট বাতিল করার পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন সাজেস্ট কৃত লিংকে।
MRP পাসপোর্ট চেক করার পদ্ধতি
MRP পাসপোর্ট চেক এর জন্য তিনটি পদ্ধতি খোলা রয়েছে। মানে আপনি তিনটি উপায়ে এই পাসপোর্ট কি অবস্থানে রয়েছে তা চেক করতে পারবেন। সেগুলো হলো-
- অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।
- মোবাইল এসএমএসের মাধ্যমে এবং
- ম্যানুয়াল পদ্ধতিতে যাচাই-বাছাই করে।
আসুন আরো স্পষ্ট ভাবে জানি, কিভাবে অনলাইনের মাধ্যমে MRP পাসপোর্ট চেক করা যায়, মোবাইল এসএমএসের মাধ্যমে কিভাবে এমআরপি পাসপোর্ট চেক করা যায় আর ম্যানুয়াল পদ্ধতিতে এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে।
আরো দেখুন- পাসপোর্টে নাম সংশোধন করার নিয়ম
MRP passport check online Bangladesh
এমআরপি পাসপোর্ট চেক করতে চাইলে আপনাকে সরাসরি পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে গিয়ে আপনি সাধারণ কিছু কাজ করার মাধ্যমে জানতে পারবেন পাসপোর্টের বিস্তারিত। তাই —
প্রথমত: ক্লিক করুন সাজেস্টক কৃত লিংকে অথবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন passport.gov.bd লিখে। অতঃপর উক্ত সাইটে ভিজিট করুন। এ পর্যায়ে আপনার সামনে নিন্মোক্ত পেজ তুলে ধরা হবে।
দ্বিতীয়ত: আপনাকে শূন্যস্থানে সঠিক ইনফরমেশন পূরণ করতে হবে। মানে Enrollment আইডি নাম্বার ও আপনার জন্ম তারিখ লিখতে হবে ফাঁকা স্থানে।
তৃতীয়ত: সাজেস্টক কৃত ক্যাপচা পূরণ করতে হবে।
চতুর্থত: ক্লিক করতে হবে সার্চ অপশনে।
ব্যাস এ পর্যন্তই। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনার দেওয়া ইনফরমেশন সঠিক হয় তাহলে আপনার এমআরপি পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস আপনার সামনে তুলে ধরা হবে। মূলত সিকিউরিটির কারণে আমরা এখানে আমাদের পাসপোর্ট এর ছবিটি শেয়ার করছি না। তো নিজে নিজে ট্রাই করুন আর দেখে নিন এমআরপি পাসপোর্ট।
এসএমএস এর মাধ্যমে এমআরপি পাসপোর্ট চেক নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি এমআরপি পাসপোর্ট চেক করতে আগ্রহী না হন বা ঝামেলা মনে করেন সেক্ষেত্রে SMS এর মাধ্যমে এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র ৬৯৬৯ এই নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে।
প্রশ্ন উঠতে পারে, ৬৯৬৯ এটি কি? এটি হচ্ছে একটি কোড বা নাম্বার। মূলত এই নম্বরে যদি আপনি এসএমএস করেন তাহলে পাসপোর্ট এর ব্যাপারে বিস্তারিত তথ্য আপনার সামনে তুলে ধরা হবে একজন গ্রাহক হিসেবে। তাই এ পর্যায়ে আমরা ৬৯৬৯ নাম্বারের মাধ্যমে এমআরপি পাসপোর্ট চেক এর নিয়ম তুলে ধরছি।
এসএমএস লেখায় নিয়ম: MRP <Space> ENROLLMENT ID SEND 6969.
মনে করুন- আপনার ENROLLMENT ID হচ্ছে 52285566248662 এখন আপনি আপনার এমআরপি পাসপোর্ট এর বর্তমান অবস্থা বা স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন। সরাসরি মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখবেন
MRP 52285566248662
(Space বলতে এখানে এই শব্দটি লেখার কথা বলা হয়নি বরং ফাঁকা রাখার কথা বলা হয়েছে)
যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে নিচে ছবি লক্ষ্য করতে পারেন।
আশা করছি এই পদ্ধতিতে আপনি খুব সহজেই MRP পাসপোর্ট চেক করতে পারবেন। আর যদি অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে কিংবা এসএমএসের মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট চেক করতে ব্যর্থ হন সেক্ষেত্রে ম্যানুয়ালি চেক করতে পারবেন। সিস্টেম জানতে নিচের অংশটুকু পড়ুন।
ম্যানুয়ালি mrp পাসপোর্ট চেক এর নিয়ম
এই পদ্ধতিতে চেক করতে চাইলে সরাসরি সরকারি অফিসে উপস্থিত হতে হবে আপনাকে। কেননা আপনি যদি নিজ জেলার পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসে যান এবং সেখানে গিয়ে আপনার এমআরপি পাসপোর্ট চেক এর বিষয়ে আবেদন করেন বা তাদের কাছে সুপারিশ করেন তাহলে পাসপোর্ট যাচাই করতে পারবেন। কেননা গ্রাহকদেরকে এই সুবিধা প্রদান করা হয়।
তো পাঠক বন্ধুরা, আশা করছি ইতিমধ্যে আমরা এমআরপি পাসপোর্ট চেক করার জন্য যে পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করেছি এর মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন আসুন প্রয়োজনের তাগিদে আরও কিছু বিষয় পড়ে রাখি।
যেমন- MRP পাসপোর্ট কি এবং এর প্রয়োজনীয়তা কি, এমআরপি পাসপোর্ট এর সুবিধা কি কি, সাধারণত কি কি কারনে এমআরপি পাসপোর্ট চেক করতে হয়, পাসপোর্ট চেক না করলে কি কি সমস্যা হতে পারে এবং অনলাইনে MRP পাসপোর্ট চেক এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে কি কি লাগে?
MRP পাসপোর্ট কি এবং এর প্রয়োজনীয়তা
MRP (Machine Readable Passport) হলো একটি আধুনিক পাসপোর্ট যা কম্পিউটার দ্বারা পড়া যায় এমন একটি স্ক্যানযোগ্য তথ্যসমৃদ্ধ অংশ ধারণ করে। এই পাসপোর্টের মধ্যে একটি মেশিন রিডেবল জোন (MRZ) থাকে, যা একটি বিশেষ কোড সহ ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পাসপোর্ট নম্বর ইত্যাদি ধারণ করে।
যদি এর প্রয়োজনীয়তার কথা বলেন তাহলে বলা যায়, নিরাপত্তা এবং দালালদের হাত থেকে মুক্তি পাশাপাশি আন্তর্জাতিক যাতায়াতে সর্বোচ্চ সুবিধা প্রদান করে এমআরপি পাসপোর্ট। বিস্তারিত জানতে আপনি এ সম্পর্কিত আরো কিছু আর্টিকেল আমাদের সাইট থেকে পড়তে পারেন।
MRP পাসপোর্ট চেক করার কারণ
পাসপোর্ট চেক করার একাধিক কারণ থাকতে পারে। তবে সাধারণত ভিসা এবং বৈধতার তথ্য যাচাই, নিরাপত্তা যাচাই ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতের জন্য পাসপোর্ট চেক করা হয়। তবে একজন গ্রাহক হিসেবে যদি কেউ নিজের এমআরপি পাসপোর্ট চেক করে তাহলে এর একটাই কারণ তা হচ্ছে তথ্যের সঠিকতা।
কেননা কখনো কখনো তথ্য প্রদানের সময় ভুল তথ্য প্রদানে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই পুনরায় চেক করার জন্য বা পাসপোর্ট এর বর্তমান অবস্থা কেমন কি এ ব্যাপারে জানার জন্য গ্রাহক এমআরপি পাসপোর্ট চেক করতে আগ্রহ প্রকাশ করেন।
পাসপোর্ট চেক না করলে কি কি সমস্যা হতে পারে?
সাধারণত আপনি যদি পাসপোর্ট চেক না করেন তাহলে আপনার এমআরপি পাসপোর্টে যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটা ভুল হিসেবে থেকে যেতে পারে। যখন পরবর্তীতে আপনি ওই পাসপোর্ট ব্যবহার করবেন এবং আইনি ভাবে যদি কখনো তালাশি করা হয় তখন যদি ভুল ইনফরমেশন ধরা পড়ে তাহলে আপনাকে শাস্তি পেতে হতে পারে বা ঝামেলার সম্মুখীন হওয়া লাগতে পারে।
এমআরপি পাসপোর্ট চেক করতে কি কি কাগজ লাগে?
সাধারণত MRP পাসপোর্ট চেক করার জন্য কোন কাগজ সঙ্গে রাখার প্রয়োজন পড়ে না। যদি আপনি একটি নম্বর মনে রাখেন। কেননা এমআরপি পাসপোর্ট এর জন্য আবেদন করার সময় যে ইনফরমেশন গুলো সবশেষে সাজেস্ট করা হয় সেখানে দেওয়া থাকে Enrolment ID,
তো এটা যদি মনে রাখতে পারেন তাহলে পরবর্তীতে অনলাইনে ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র আপনার জন্ম তারিখ এবং এই আইডি বসিয়ে দেখে নিতে পারবেন পাসপোর্ট। একইভাবে মোবাইল এসএমএসের মাধ্যমেও এই একই আইডি নম্বর বসিয়ে একটি এসএমএস পাঠানোর মাধ্যমেও আপনি চেক করতে পারবেন এমআরপি পাসপোর্ট। অতএব এর জন্য কোন কাগজের প্রয়োজন পড়ে না।
MRP পাসপোর্ট চেক করার সময় এনরোলমেন্ট ইন এমন কোন মেসেজ এসে থাকলে এটা দ্বারা কি বুঝবো?
কখনো কখনো এমআরপি পাসপোর্ট চেক করার সময় এসএমএস এসে থাকে। সাধারণত এনরোলমেন্ট ইন প্রসেস এমন পাসপোর্ট তখন আসে যখন আপনার এমআরপি পাসপোর্ট আবেদন পাসপোর্ট অফিসে জমা হয়ে যাবে এবং তারপরে যখন এই কাগজ প্রসেসিং এ থাকবে। আর এটা তো আমরা সবাই জানি কাগজের প্রসেস সম্পূর্ণ হলে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয় তা সংগ্রহের জন্য।
তো পাঠক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এমআরপি পাসপোর্ট চেক নিয়ে যদি আর কোন প্রশ্ন থাকে কমেন্ট করুন। কেননা আমাদের টিম আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে অতি দ্রুত। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় বিষয় জানতে চোখ রাখুন আমাদের ই পাসপোর্ট চেক ডট অনলাইন ওয়েবসাইটে। সবশেষে সবাইকে জানাই আল্লাহ হাফেজ।