পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করুন মাত্র ১ মিনিটে

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

আপনি কি ভিসা চেকের বিষয়টি জটিল মনে করেন? আপনি কি ভিসা চেক করার জন্য অন্য কারো সহযোগিতা নেন? যদি আপনার উত্তর হয় “হ্যাঁ” তাহলে বলবো আজকের এই নিবন্ধটি আপনার জন্য। কেননা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেকের বিষয়টি অত্যন্ত সহজ। 

আজকে আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক এর নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাই যে বা যারা মালয়েশিয়া ভ্রমণের জন্য ভিসার আবেদন করেছেন, তারা তাদের ভিসা স্ট্যাটাস চেক করতে আজকের আলোচনার সাথে থাকুন, আর যেন ভিসা চেক এর সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ই ভিসা এবং কলিং ভাষা খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এর জন্য আপনাকে উপযুক্ত ওয়েবসাইটে যেতে হবে। বর্তমানে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ মালয়েশিয়াতে যাচ্ছে, কিন্তু তাদের উক্ত দেশের যাওয়ার একটি মাধ্যম হচ্ছে দালাল। 

কিন্তু দালালের মাধ্যমে যাওয়ার ফলে অনেকেই নকল ভিসা কাছে রাখছেন অথচ জানেন না। আপনি যদি এই নকল ভিসা অর্থাৎ অবৈধ কাগজপত্র নিয়ে নিজ দেশ থেকে অন্য দেশে যান তাহলে হয়রানির শিকার হতে হবে এটা স্বাভাবিক! এজন্য অবশ্যই ভিসার ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। 

তাই আমরা পরামর্শ দিব পাসপোর্ট সংগ্রহ থেকে শুরু করে ভিসা সংগ্রহ যেটাই হোক না কেন নিজে নিজে করুন অথবা অন্যদের সাহায্য নিয়ে নিজে দেখেশুনে করে নেওয়ার চেষ্টা করুন। ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে পাসপোর্ট সংক্রান্ত বেশ কিছু পোস্ট করা হয়েছে যেগুলো আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে। আর পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে হলে কি কি করতে হবে সেটা জানতে নিচের স্টেপ গুলো ফলো করুন। 

প্রথমত: সরাসরি ভিজিট করুন মালয়েশিয়ার ভিসা চেকের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইট লিংক https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus, এই লিংকে ক্লিক করে সরাসরি যেতে পারবেন। 

দ্বিতীয়ত: আপনার সামনে যে বক্সগুলো সাজেস্ট করা হয়েছে তা পূরণ করুন। মানে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনি কোন দেশের বাসিন্দা তা সিলেক্ট করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

তৃতীয়ত: ক্লিক করুন Carian অপশনে। আর হ্যাঁ, উক্ত পেজে লক্ষ্য করলে দেখতে পাবেন নাম লেখার একটি বক্স রয়েছে। যখন আপনি আপনার জাতীয়তা এবং পাসপোর্ট নাম্বার বসাবেন তখন অটোমেটিক্যালি সেখানে আপনার নাম সাজেস্ট করবে, যা দেখে এটা প্রমাণিত যে আপনার ভিসাটি বৈধ। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

ব্যাস, এক থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার সামনে ভিসার সমস্ত ডিটেলস তুলে ধরা হবে। যেগুলো দেখে আপনি ভিসার বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম 

ইতিমধ্যে আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম উল্লেখ করেছি। এমনকি এটাও বলেছি মালয়েশিয়ার নরমাল অর্থাৎ কলিং ভিসা এবং ই ভিসা চেক করা যায়। এর জন্য শুধুমাত্র প্রয়োজন ইন্টারনেট কানেকশন গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং একটি মোবাইল ফোন অথবা ল্যাপটপ। এরপর গুগল ক্রোম ব্রাউজারে দিয়ে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে অনুসন্ধান করলে আপনি ই ভিসা চেক করতে পারবেন। ঝামেলা না বাড়িয়ে নিচের ইনস্ট্রাকশন ফলো করুন। 

প্রথমত: মালয়েশিয়া ই ভিসা চেক এর জন্য ভিজিট করুন click here সাজেস্কৃত এই লিংকে। 

দ্বিতীয়ত: আপনার পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার শূন্যস্থানে পূরণ করুন। অনেকেই ভাবতে পারেন স্টিকার নাম্বার বলতে কোন নম্বরকে বোঝাচ্ছে! অনলাইন ভিসা আবেদন কপি থেকে এটি আপনি সংগ্রহ করতে পারবেন। তাই উক্ত কপি গুলো আবারো এক নজরে দেখে নিতে পারেন বা আগে সংগ্রহ করে রাখতে পারেন ভিসার স্টিকার নাম্বার। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

তৃতীয়ত: ইনফরমেশন পূরণ করা ঠিকঠাক থাকলে সংস্কৃত টিক চিহ্নটি টিক দিয়ে ক্লিক করুন check অপশনে। ব্যাস এতোটুকুই আপনার কাজ। খুব অল্প সময়ের মধ্যে আপনার সামনে মালয়েশিয়া ই ভিসার বর্তমান স্ট্যাটাস সাজেস্ট করা হবে। যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ভিসার মেয়াদ কতদিন রয়েছে, ভিসাটি ইতিমধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে কিনা বা বিশাল কোন সমস্যা রয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

মালয়েশিয়া ভিসা চেক করার সহজ পদ্ধতি 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার সহজ পদ্ধতি হচ্ছে অফিশিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটের আশ্রয় নেওয়া। কেননা অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট হচ্ছে সেরা মাধ্যমিক। যেখানে আপনি মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার সঠিকভাবে বসিয়ে জাতীয়তা সিলেক্ট করে নিজেই নিজের ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।  

আর হ্যাঁ অনেকেই আবার জানতে চান ভিসা চেক করা কেন জরুরী! স্বাভাবিকভাবে আপনি যদি ভিসার জন্য নতুন আবেদন করে থাকেন তাহলে অবশ্যই সেটা এপ্রুভ হয়েছে কিনা এ ব্যাপারে জানতেই ভিসা চেক করে থাকেন। কিন্তু ভিসা চেক করার আরো কিছু কারণ বলা যেতে পারে।

কেননা অনেক সময় ভিসার মেয়াদ শেষ হয়ে যায় অথবা অনুমোদনে কোন সমস্যাও দেখা দেয় যা সময়মতো জানতে না পারলে বিশাল ঝামেলায় পড়তে হয়। অতএব– অনাকাঙ্ক্ষিত deportation এড়াতে, যথাসময়ে ভিসার রিমুভ করতে অথবা বৈধভাবে ভিসা তৈরি করনের জন্য অবশ্যই ভিসা স্ট্যাটাস চেক করা জরুরী। 

অনলাইনে ভিসা চেক করার সুবিধা 

অনলাইনে ভিসা চেক করার একাধিক সুযোগ-সুবিধার রয়েছে। তবে সবার প্রথমে এটা বলব আজকের দিনে দাঁড়িয়ে অনলাইনে ভিসা চেক করা অনেক সহজ এবং দ্রুততলা একটি প্রক্রিয়া। কেননা মালয়েশিয়া ইমিগ্রেশন সিস্টেম এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি ঘরে বসেই মাত্র এক থেকে দুই তিনফরমেশন পূরণ করে মাত্র একটি ক্লিকে ভিসার আপডেট সংগ্রহ করতে পারবেন। 

আর ভিসার স্ট্যাটাস যদি আপনি চেক করে নিতে পারেন নিজে থেকে তাহলে বাড়তি কোনো খরচ পরছে না, ভিসার মেয়াদ কতদিন রয়েছে সেটা যখন তখন জেনে নিতে পারছেন, ট্রাভেল প্ল্যানিং করতে সহজ হচ্ছে বা ভিসা বৈধ কিনা অথবা আপনার ভিসা কোন অবস্থানে রয়েছে এ সম্পর্কে জানতে পারছেন। 

তো পাঠক বন্ধুরা, পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করার নিয়ম যেটা আপনাকে এক মিনিটে সংগ্রহ করতে সাহায্য করবে তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। তবে ভিসা কে কেন্দ্র করে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন। তাই আসুন আলোচনার শেষ পর্যায়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও সেগুলোর উত্তর চেনার মাধ্যমে আলোচনার সমাপ্তি টানা যাক। 

জিজ্ঞাসিত প্রশ্নোত্তর 

১. মালয়েশিয়া ভিসা পেতে কত দিন সময় লাগে? 

মালয়েশিয়া ভিসা হাতে পেতে মোটামুটি তিন থেকে পাঁচ দিন সময় লাগে। আবার কখনো কখনো নতুন ভিসার আবেদন করার পর একটানা 15 দিনও সময় লাগতে পারে। তাই সব মিলিয়ে বলা যায় আপনাকে দুই সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে মালয়েশিয়া ভিসা পেতে। 

২. মালয়েশিয়া কলিং ভিসা কিভাবে চেক করা যায়? 

মালয়েশিয়ার পাসপোর্ট ও ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ও জাতীয়তা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করার মাধ্যমে কলিং ভিসা চেক করা যায়। 

৩. শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে কি আদৌ মালয়েশিয়া ভিসা চেক করা যায়? 

হ্যাঁ শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করা যায়। আর ইতোমধ্যে আমরা সেটা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনি নিজেই পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন এখনই। 

৪. মালয়েশিয়া ভিসা চেক করতে কি কি ডকুমেন্টস লাগে? 

মালয়েশিয়া ভিসা চেক করতে কোন ধরনের ডকুমেন্টসের প্রয়োজন পড়ে না যদি আপনি পাসপোর্ট নাম্বার মনে রাখতে পারেন। আর যদি সেটা মনে না থাকে সে ক্ষেত্রে পাসপোর্ট নাম্বার রয়েছে সে ডকুমেন্টটি লাগবে। 

৫. মালয়েশিয়ার ভিসা চেক করতে কোথায় যেতে হবে? 

মালয়েশিয়া ভিসা চেক করার জন্য কোথাও নয় বরং আপনি আপনার ঘরে বসে বা যে কোন জায়গায় বসে আপনার স্মার্টফোন ব্যবহার করে সংগ্রহ করতে পারবেন। মালয়েশিয়ার ভিসা চেক করা খুবই সহজ একটা পদ্ধতি। যেটার গাইডলাইন আমরা ইতোমধ্যে শেয়ার করেছি আপনাদের সাথে। তাই অন্য কারো সহযোগিতা না নিয়ে অনলাইনের মাধ্যমে মালয়েশিয়া ভিসা চেক করুন দ্রুত। 

৬. অনলাইনে মালয়েশিয়ার ভিসা চেক করতে কি কি সমস্যা হয়? 

অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার সময় কোন ধরনের সমস্যা দেখা দেয় না। তবে যদি ইন্টারনেট সংযোগ দুর্বল হয় সেক্ষেত্রে এরর দেখাতে পারে তাই পরবর্তীতে আবারো ট্রাই করবেন। আর হ্যাঁ যদি আপনি পাসপোর্ট নাম্বার ভুল দিয়ে থাকেন বা জাতীয়তা সিলেক্ট করতে ভুল করেন সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই যে সকল তথ্য সংযুক্ত করছেন সেগুলো সঠিক রয়েছে কিনা ভালোভাবে যাচাই-বাছাই করে চেক অপশনে ক্লিক করুন। 

৭. মালয়েশিয়া যেতে কত টাকা লাগে? 

নির্দিষ্ট করে টাকার পরিমান বলা যায় না। তবে পাসপোর্ট এবং মালয়েশিয়ার ভিসার খরচ ও অন্যান্য আরো কিছু আনুষঙ্গিক খরচের উপর নির্ভর করে বলা যায় টুরিস্ট ভিসার ক্ষেত্রে মালয়েশিয়া যেতে মোট ২০ থেকে ৩০ হাজার টাকা লাগে আর যদি ঘরে কলিং ভিসার অ্যামাউন্ট জানতে চান তাহলে বলব এক্ষেত্রে দেড় থেকে দুই লাখ টাকা লাগে। ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে ভিসা করতে ঠিক কত টাকা লাগে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আলাদা পোস্ট পাবলিশ করা হয়েছে, যা অনুসন্ধান করে এখনই পড়ে নিতে পারেন। 

৮. ভিসা চেক করতে কতক্ষণ সময় লাগে? 

যেকোনো ভিসা চেক করার জন্য যদি আপনি সঠিক ওয়েব সাইটে গিয়ে থাকেন সেক্ষেত্রে সর্বোচ্চ এক থেকে পাঁচ মিনিট সময় লাগবে। কিন্তু হ্যাঁ ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন পাসপোর্ট ও ইমিগ্রেশন ওয়েবসাইটে যেতে হবে। আমরা মোটামুটি প্রত্যেকটা দেশের ভিসা চেকের জন্য কোন ওয়েবসাইট সঠিক তাঁর লিংক শেয়ার করেছি এর জন্য আলাদা আলাদা পোস্ট এক নজরে দেখুন। পাশাপাশি পাসপোর্ট সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 

আমাদের শেষ কথা: তো পাঠক বন্ধুরা, এই ছিল পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক এর বিষয়ে আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারো নতুন আলোচনা পর্বে দেখা হবে কথা হবে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। 

About Author

Setu Rani
Setu Rani is a professional blogger with expertise in passport and visa information. With a passion for travel, she shares insightful guides on international visa processes, passport services, and travel experiences. Her in-depth knowledge helps travelers navigate complex documentation with ease. When she's not writing, Setu explores new destinations and documents her journeys to inspire others.
মন্টিনিগ্রো কাজের ভিসা ও বেতন
Visa

মন্টিনিগ্রো কাজের ভিসা ও বেতন কত টাকা ২০২৫ জানুন বিস্তারিত

অনেক বাংলাদেশিই এখন কাজের সুযোগ নিয়ে মন্টিনিগ্রোতে যেতে আগ্রহী, তাই তাদের জন্য কাজের ভিসা সম্পর্কে...

সার্বিয়া ভিসা চেক অনলাইন
Visa

সার্বিয়া ভিসা চেক অনলাইন, সার্বিয়া বেতন কত ২০২৫

আপনি কি সার্বিয়া ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু আপনার ভিসা প্রস্তুত হয়েছে কিনা জানেন না?...

1 Comment

  1. MD Jahangir Hossen
    October 5, 2025

    Md Jahangir Hossen email BabuSakib1020@gmail com

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *